পাকিস্তানের আকাশসীমা বন্ধ, যাত্রীদের সতর্ক করল ভারতের দুই বিমান পরিবহন সংস্থা

পাকিস্তানের আকাশসীমা বন্ধ, যাত্রীদের সতর্ক করল ভারতের দুই বিমান পরিবহন সংস্থা

এয়ার ইন্ডিয়া বিবৃতিতে বলেছে, ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য পাকিস্তান তাদের আকাশসীমা বন্ধ করে দেওয়ার কারণে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও মধ্যপ্রাচ্যগামী কিছু ফ্লাইটে এর প্রভাব পড়তে পারে। এসব গন্তব্যে ফ্লাইট চলাচলে বিকল্প পথ ব্যবহার করতে হচ্ছে। এই অসুবিধার জন্য যাত্রীদের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। বিকল্প পথ ব্যবহার করা ছাড়া আমাদের করার কিছু নেই।

পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে না পারায় অসুবিধার জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে ইন্ডিগো। বিমান সংস্থাটি বলেছে, হঠাৎ করে পাকিস্তান তাদের আকাশসীমা বন্ধ করে দেওয়ায় আমাদের কিছু আন্তর্জাতিক ফ্লাইটে এর প্রভাব পড়েছে। এতে করে যে অসুবিধা হচ্ছে তা আমরা বুঝতে পারছি। যাত্রীদের দ্রুততম সময়ে কীভাবে গন্তব্যে পৌঁছানো যায় সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি আমরা।

Scroll to Top