কাশ্মীরের পেহেলগামে সম্প্রতি পর্যটকদের ওপর চালানো সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তানের সম্পর্কে চরম উত্তেজনা বিরাজ করছে। উত্তেজনা এসে পড়েছে ক্রীড়াক্ষেত্রেও। ভারতের জ্যাভলিন থ্রো’তে অলিম্পিক সোনাজয়ী নিরাজ চোপড়াকে নিয়ে কটুক্তি ও ঘৃণা ছড়াচ্ছে দেশটির জনগণ। কারণ তিনি পাকিস্তানের জ্যাভলিন তারকা আরশাদ নাদিমকে ভারতে আমন্ত্রণ জানিয়েছিলেন।
নিরাজ চোপড়া বেঙ্গালুরুতে ‘নিরাজ চোপড়া ক্ল্যাসিক’ নামে একটি ইভেন্টের আয়োজন করবেন। ২৪ মে হতে চলা ইভেন্টের জন্য পাকিস্তানের জ্যাভলিন থ্রো’য়ার আরশাদ নাদিমকে আমন্ত্রণ জানিয়েছিলেন কাশ্মীরের ঘটনার আগে। আমন্ত্রণের জন্য চোপড়ার দেশপ্রেম নিয়েও প্রশ্ন তুলছে দেশটির মানুষ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অবস্থান তুলে ধরে তিনি লিখেছেন, ‘নিরজ চোপড়া ক্ল্যাসিক প্রতিযোগিতা করার জন্য আরশাদ নাদিমকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে এবং বেশিরভাগই আমার প্রতি ঘৃণা ছড়াচ্ছে, গালিগালাজও করছে। আমার পরিবারকেও ছাড়া হচ্ছে না।’
‘এনসি ক্ল্যাসিকের লক্ষ্য ছিল সেরা ক্রীড়াবিদদের ভারতে নিয়ে আসা এবং দেশকে বিশ্বমানের ক্রীড়া ইভেন্টের আবাসস্থল করা। গত ৪৮ ঘণ্টা এতকিছুর পর এনসি ক্ল্যাসিকে আরশাদের ভারতে আসা অসম্ভব।’
প্রতিযোগিতাটি নিয়ে চোপড়া আরও বলেন, ‘আমি খুব কম কথার মানুষ। তার মানে এই নয় যে, কোনো ভুল দেখলে কথা বলব না। আর যখন আমার দেশপ্রেম এবং পরিবারের সম্মান নিয়ে প্রশ্ন তোলা হয়, তখন তো মুখ খুলবই। আমার কাছে দেশ সবসময় আগে। যেসব মানুষ নিজের প্রিয়জনকে হারিয়েছেন তাদের সমবেদনা জানাই।’
টোকিও অলিম্পিকে জ্যাভলিন থ্রোতে সোনা জিতেছিলেন নিরাজ চোপড়া। প্যারিস অলিম্পিকে পেয়েছিলেন রৌপ্য। পাকিস্তানের জ্যাভলিন থ্রোয়ার আরশাদ নাদিম প্যারিসে সোনা জিতেছিলেন।