পাকিস্তানকে হোয়াইটওয়াশ করা হল না বাংলাদেশের | চ্যানেল আই অনলাইন

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করা হল না বাংলাদেশের | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথম দুটি দাপটে জয় পেয়েছিল বাংলাদেশ। সিরিজ জয়ের পর সফরকারীদের হোয়াইটওয়াশ করার সুযোগ ছিল লিটন দাসদের সামনে। তবে ব্যাটিং ধসে তা কাজে লাগাতে পারেনি টিম টাইগার্স। বাংলাদেশকে ৭৪ রানে হারিয়ে হোয়াইটওয়াশ এড়াল পাকিস্তান।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে পাকিস্তানকে ব্যাটের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেটে ১৭৮ রানের সংগ্রহ গড়ে পাকিস্তান। জবাবে নেমে ১৬.৪ ওভারে ১০৪ রানে গুটিয়ে যায় লাল-সবুজের দল।

রানতাড়ায় নেমে ব্যাটিং ধস দেখেছে বাংলাদেশ। পাকিস্তান বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি কেউ। টপঅর্ডার ও মিডলঅর্ডার ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ১৭ বল খেলেছেন নাঈম শেখ। তার ব্যাট থেকে আসা ১০ রানও সর্বোচ্চ। বাকিদের মধ্যে ৮ বলের বেশি খেলতে পারেননি কেউ।

ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট হারায় টিম টাইগার্স। তানজিদ তামিম ফেরেন রানের খাতা খোলার আগেই। এরপের একে একে ফিরে যান লিটন দাস (৮), মেহেদী হাসান মিরাজ (৯), জাকের আলি (১) ও শেখ মেহেদী হাসান (০)। ৪.৪ ওভারে ২৫ রানে ৫ উইকেট হারায়।

৬.৩ ওভারে ৩৪ রানে শামীম ফিরে যান ৫ রান করে। একপ্রান্ত আগলে রাখা নাঈম শেখও ভালো করতে পারেননি। ৭.৪ ওভারে দলীয় ৪১ রানে ফিরে যান। ১৭ বলে ১০ রান করেন। ৪১ রানে ৭ উইকেট হারানোর পর সাইফউদ্দিন ও নাসুম মিলে দলীয় ফিফটি পূর্ণ করেন। ২৬ বলে ২৪ রান যোগ করেন দুজনে। ১২তম ওভারের শেষ বলে দলীয় ৬৫ রানে নাসুমকে ফিরিয়ে জুটি ভাঙেন আহমেদ ড্যানিয়েল। ১৩ বলে ৯ রান করেন নাসুম।

নবম উইকেট জুটিতে তাসকিনকে নিয়ে ১৬ রান যোগ করেন তাসকিন। ১৪.৫ ওভারে দলীয় ৮১ রানে তাসকিন ফিরে যান। পরে শরিফুলকে নিয়ে দলীয় শতরান পূর্ণ করেন সাইফউদ্দিন। ১৬.৪ ওভারে শরিফুল আউট হলে ১০৪ রানে থামে বাংলাদেশের ইনিংস। দুটি করে চার ও ছক্কায় ৩৪ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন সাইফউদ্দিন।

পাকিস্তান বোলারদের মধ্যে সালমান মির্জা ৩ উইকেট নেন। ফাহিম আশরাফ ও মোহাম্মদ নাওয়াজ নেন দুটি করে উইকেট।

এর আগে সফরকারীদের দুর্দান্ত শুরু এনে দেন দুই ওপেনার সাইম আইয়ুব ও চলতি সিরিজে একাদশে প্রথমবার সুযোগ পাওয়া সাহিবজাদা ফারহান। উদ্বোধনীতে দুজনে মিলে তোলেন ৪৭ বলে ৮২ রান। ৭.৫ ওভারে সাইমকে ফিরিয়ে জুটি ভাঙেন নাসুম। ১১.১ ওভারে ৯৩ রানে দ্বিতীয় উইকেট হারায় পাকিস্তান। নাসুমের শিকার হয়ে ফারহান ফিরেন ৬৩ রান করে। ৪১ বলের ইনিংসে ছিল ৬ চার ও ৫ ছক্কার মার।

১৩.৩ ওভারে ১১৫ রানে তৃতীয় সাফল্যের দেখা পায় বাংলাদেশ। ১৪ বলে ৫ রান করা মোহাম্মদ হারিসকে ফেরান তাসকিন। ১৪.৫ ওভারে ১৩১ রানে চতুর্থ উইকেট হারায় পাকিস্তান। ৩ ছক্কা ও এক চারে ১৭ বলে ৩৩ রান করা হাসান নেওয়াজকে ফেরান শরিফুল। পরের ওভারেই ফেরেন হুসাইন তালাত। ৪ বলে ১ রান করে শিকার হন মোহাম্মদ সাইফউদ্দিনেরর।

ষষ্ঠ উইকেট জুটিতে সালমান আঘাকে সঙ্গী করে ঝড় তোলেন মোহাম্মদ নেওয়াজ। ২৩ বলে ৪১ রানের জুটি গড়েন দুজনে। ১৯.১ ওভারে লংঅনে নাঈম শেখের হাতে ক্যাচ দিয়ে তাসকিনের শিকার হন নেওয়াজ। তার আগে দুটি করে চার ও ছক্কায় ১৬ বলে ২৭ রান করেন।

শেষ ওভারের তৃতীয় বলে ফাহিম আশরাফকে ফেরান তাসকিন। তানজিদ তামিমের হাতে ক্যাচ দেন ডিপ মিডউইকেটে। ২ বলে ৪ রান করেন ফাহিম।

বাংলাদেশ বোলারদের মধ্যে তাসকিন আহেমেদ ৪ ওভার ৩৮ রান খরচায় নেন ৩ উইকেট। নাসুম আহমেদ ৪ ওভারে ২২ রানে ২ উইকেট নেন। শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন নেন একটি করে উইকেট।

Scroll to Top