এশিয়া কাপের ফাইনালে ওঠার লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে পাওয়ারপ্লেতে মাত্র শ্রীলঙ্কার আগ্রাসী ব্যাটিংয়ের সামনে ব্যর্থ বাংলাদেশ। ১০ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ৫১ রান করেছে শ্রীলঙ্কা। ২০ রানে অপরাজিত আছেন পাথুম নিশাঙ্কা এবং কুসাল মেন্ডিস অপরাজিত আছেন ৮ রানে।
এর আগে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক সাকিব আল হাসান। তার সুফল দিতে পারেনি দুই পেসার তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। প্রথম ওভারের চতুর্থ বলে এলবিডব্লিউ হয়ে আউট হতে পারতনে ওপেনার নিশাঙ্কা। তাসকিনের বলে জোরদার আপিল করলে আঙ্গুল তোলেন আম্পায়ার। তবে রিভিউ নিয়ে বেঁচে যান ডানহাতি এই ব্যাটার।
তাসকিন ব্যর্থ হলেও সফল হন হাসান মাহমুদ। ষষ্ঠ ওভারে ডানহাতি এই পেসারের বলে কেচ আউট হয়ে ফিরেন দিমুথ করুনারত্নে। তার ১৭ বলে ১৮ রানের ইনিংসে ছিল ৩টি চারের মার। স্ট্রাইক রেট ছিল ১০৮.৮৮।