পাঁচ বছরের চুক্তিতে রিয়ালে এলেন তরুণ ডিফেন্ডার | চ্যানেল আই অনলাইন

পাঁচ বছরের চুক্তিতে রিয়ালে এলেন তরুণ ডিফেন্ডার | চ্যানেল আই অনলাইন

বর্তমান সময়ে চাহিদাসম্পন্ন তরুণ ফুটবলারদের একজন ডিন হুইজসেন। ২০ বছর বয়সেই রক্ষণভাগে দক্ষতা প্রমাণ করে তিনি বিভিন্ন দলের নজর কেড়েছেন। হুইজসেন পেতে লড়াইয়ে নেমেছিল অন্তত চারটি ক্লাব। সেই লড়াইয়ে জয়ী হয়ে লা লিগার দল রিয়াল মাদ্রিদ। পাঁচ বছরের চুক্তিতে ক্লাবটিতে যোগ দিলেই এই তরুণ ডিফেন্ডার।

রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে শনিবার জানিয়েছে, স্পেনিয়ার্ড হুইজসেনের সঙ্গে ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তি করেছে রিয়াল। আগামী ১ জুন থেকে লাস কাইলিয়ান এমবাপে-ভিনিসিয়াস জুনিয়রদের সঙ্গে তিনি যোগ দেবেন। তাতে যুক্তরাষ্ট্রে হতে চলা ক্লাব বিশ্বকাপেও তাকে দেখা যেতে পারে রিয়ালের জার্সিতে। ক্লাব বিশ্বকাপে রিয়ালের প্রথম ম্যাচ ১৮ জুন সৌদি আরবের দল আল হিলালের বিপক্ষে।

১২ মাসের কম সময় আগে বোর্নমাউথের সঙ্গে চুক্তি করেছিলেন হুইজসেন। প্রিমিয়ার লিগের দলটিতে শুরু থেকে আলো ছড়িয়ে আরও কয়েকটি ক্লাবের নজর কাড়েন তিনি। কিন্তু ইংল্যান্ডে থেকে যাওয়ার ইচ্ছায় বেশ কয়েকটি ক্লাবের প্রস্তাব ফিরিয়ে দেন নেদারল্যান্ডসে জন্ম নেয়া এই ফুটবলার। তবে রিয়ালের প্রস্তাব আর উপক্ষা করতে পারলেন না তিনি।

সান্তিয়াগো বার্নাব্যুতে নিতে এই ডিফেন্ডারের জন্য রিলিজ ক্লজ হিসেবে ৫০ মিলিয়ন ইউরো ঠিক করেছে রিয়াল। যা দেয়া হবে তিন কিস্তিতে। এর বাইরে আর্সেনালের ডিফেন্ডার উইলিয়াম সালিবার জন্যও রিয়াল মাদ্রিদ দর-কষাকষি চালিয়ে যাচ্ছে বলেও খবর উইরোপের গণমাধ্যমে।

চলতি মৌসুমে তিনি ইংলিশ প্রিমিয়ার লিগে ২৫ ম্যাচে ছিলেন শুরুর একাদশে। নিজে গোল করেছেন ৩টি। সতীর্থদের দিয়ে করিয়েছেন ১টি। ৮৪ শতাংশ পাসিং অ্যাকুরিসি এবং প্রায় ৫০ শতাংশ লং বল অ্যাকুরিসি আছে তার। ট্যাকল সফলভাবে করেছেন ৭২ শতাংশেরও বেশি সময়।

Scroll to Top