পাঁচ দিনে কত আয় করলো ‘বরবাদ’? | চ্যানেল আই অনলাইন

পাঁচ দিনে কত আয় করলো ‘বরবাদ’? | চ্যানেল আই অনলাইন

ঈদের দিন সারাদেশের ১২০ সিনেমা হলে দেদারসে চলছে মেগাস্টার শাকিব খান অভিনীত ছবি ‘বরবাদ’। সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স থেকে মফস্বলের সিঙ্গেল স্ক্রিন সবখানেই রমরমা ব্যবসা করছে ছবিটি। মুক্তির ৬ষ্ঠ দিনেও দেশের সব সিনেমা হলে বরবাদ এর টিকেট সংকট!

ঢাকার অধিকাংশ সিনেপ্লেক্স ও মাল্টিপ্লেক্সে ‘বরবাদ’ টিকেট না পেয়ে হতাশ হচ্ছেন দর্শক। এই সিনেমার টিকেট না পেয়ে বাধ্য হয়ে তারা অন্য ছবি দেখছেন! একাধিক সিঙ্গেল স্ক্রিনে ব্ল্যাকে টিকেট বিক্রি হচ্ছে পাশাপাশি ‘বরবাদ’-এর ‘মিড নাইট’ শো-ও চলছে; যা রীতিমত বিস্ময়কর!

পাশাপাশি ‘বরবাদ’ দেখে কোনো দর্শকই খারাপ বলছেন না। সিনেমা রমরমা চলায় প্রযোজকদের মুখে হাসি থাকার কথা। ‘বরবাদ’ প্রযোজকের ক্ষেত্রেও তাই। ধারণা করা যাচ্ছে, ‘বরবাদ’ সারাদেশে যেভাবে চলছে কিছুদিনের মধ্যেই এর প্রযোজক ছবিটির লগ্নীকৃত অর্থ তুলে আনতে সক্ষম হবেন।

গত পাঁচ দিনে কত আয় করলো ‘বরবাদ’? এই প্রশ্ন ছিল প্রযোজক শেহরিন আক্তার সুমির কাছে। তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, এখনও তো সপ্তাহ শেষ হয়নি, এজন্য ঠিক অ্যামাউন্টটা বলতে পারছি না। মুক্তির সাতদিন গেলে এক সপ্তাহের হিসেব তুলে আমরা সিনেপ্লেক্স-মাল্টিপ্লেক্সের আয় জানাবো। আর সিঙ্গেল স্ক্রিনে রিলিজের আগে টেবিল কালেকশনে যা উঠেছে তার লগ্নীর এক তৃতীয়াংশের বেশি উঠে গেছে।

এদিকে, সিঙ্গেল স্ক্রিনে অধিকাংশ হল দুই সপ্তাহের জন্য বরবাদ বুকিং নিয়েছিল। জানা যায়, বরবাদের দর্শক অধিকাংশ হল নতুন রেন্টাল দিয়ে সপ্তাহ বাড়িয়ে নিচ্ছে। তাহলে বরবাদ ব্লকবাস্টার হতে যাচ্ছে? প্রযোজক বলেন, যেভাবে দর্শক বরবাদকে আপন করে নিয়েছে সেই পথেই যাচ্ছে।

কথা প্রসঙ্গে প্রযোজক সুমি জানালেন, বরবাদ মুক্তির আগে তিনি বহু প্রতিবন্ধকতা মোকাবিলা করেছেন। তিনি বলেন, আমাদের এখানে যে সিস্টেম এতে করে সবারই এই প্রতিকূলতা মোকাবিলা করতে হয়। আমি চাইবো ভবিষ্যতে যেন প্রযোজকরা এগুলো আর ফেইস না করেন। চেষ্টা করবো সবাই মিলে এই সিস্টেম পরিবর্তন করার। বরবাদ দিয়ে আমরা প্রমাণ করেছি আমরাও ভালো কিছু বানাতে পারি, দরকার শুধু সহযোগিতা।

উদাহরণ তুলে বরবাদ প্রযোজক বলেন, বরবাদ ঈদে মুক্তি পাবে কিনা অনিশ্চয়তা ছিল, কারণ ছাড়পত্রে জটিলতা। আমাদের সার্টিফিকেশন বোর্ড হয়েছে ঠিকই কিন্তু আমরা এখনও সেন্সরে নিয়মে আটকে আছি। আগামীতে এটা নিয়ে আমরা অবশ্যই কথা বলবো, সবাইকে পাশে চাই।

মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ ছবিতে শাকিব খানের নায়িকা ইধিকা পাল। আরো আছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য প্রমুখ। এছাড়া আইটেম গানে পারফর্ম করেছেন ওপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহান।

Scroll to Top