পশ্চিমবঙ্গে দুর্গাপূজায় আর জি কর হাসপাতাল-কাণ্ডের ছায়া

পশ্চিমবঙ্গে দুর্গাপূজায় আর জি কর হাসপাতাল-কাণ্ডের ছায়া

দুর্গাপূজার মণ্ডপগুলো সাধারণত বিভিন্ন বিষয়বস্তু ধরে বানানো হয়। এবার মণ্ডপের নকশায় আর জি কর-কাণ্ডের ছাপ দেখা গেছে।

অনেক মণ্ডপে ধর্ষণ-হত্যার শিকার নারী চিকিৎসকের ছবি টাঙানো হয়েছে। অনেক মণ্ডপে প্রতিবাদী চিকিৎসকদের আন্দোলনের প্রতীক হিসেবে ‘মেরুদণ্ড’ রাখা হয়েছে।

দুর্গাপূজার সময় ভারত ও ভারতের বাইরে থেকে বহু মানুষ পূজা দেখতে পশ্চিমবঙ্গ, বিশেষ করে কলকাতায় আসেন। এবার কলকাতায় বারোয়ারি বা সর্বজনীন পূজা হচ্ছে ১ হাজার ৯০৫টি। গত বছরের চেয়ে তা ৩৪৮টি বেশি।

পূজা উদ্‌যাপন নির্বিঘ্ন করতে রাজ্যজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পূজায় কলকাতা শহরে দায়িত্বে আছেন ১০ হাজার পুলিশ। এ ছাড়া ড্রোনের সাহায্যে চলবে নিরাপত্তা নজরদারি।

নারীদের সুরক্ষার জন্য লালবাজার পুলিশ সদর দপ্তর থেকে নিয়োগ করা হয়েছে ‘উইনার্স’ ও ‘শক্তি’ দল। এ ছাড়া শহরজুড়ে স্থাপন করা হয়েছে ৫৮টি ‘ওয়াচ টাওয়ার’।

কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা বলেছেন, নগরজুড়ে শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করার জন্য সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

Scroll to Top