পর্তুগালের অনূর্ধ্ব-১৫ দলে রোনালদোর ছেলে | চ্যানেল আই অনলাইন

পর্তুগালের অনূর্ধ্ব-১৫ দলে রোনালদোর ছেলে | চ্যানেল আই অনলাইন

মাঠের খেলায় এখনও ছন্দময় ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারের পড়ন্ত সময়ে আছেন ৪০ বর্ষী তারকা। আর এই সময়ে পর্তুগালের বয়সভিত্তিক দলে ডাক পেলেন তার ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়র। প্রথমবারের মতো পর্তুগালের অনূর্ধ্ব-১৫ দলে ডাক পেয়েছেন ১৪ বর্ষী রোনালদো পুত্র।

কিছুদিন ধরে জাতীয় দল হিসেবে কোন দেশকে কোন দেশকে বেছে নেবেন ক্রিস্টিয়ানো জুনিয়র, তা নিয়ে ছিল নানা আলোচনা। অন্তত পাঁচটি দেশে খেলার সুযোগ ছিল তার। তবে বাবার দেশের হয়েই লড়তে যাচ্ছেন তিনি।

সৌদি ক্লাব আল নাসেরের বয়সভিত্তিক দলের জার্সিতে খেলছেন ক্রিস্টিয়ানো জুনিয়র। দারুণ পারফরম্যান্স করে ইতোমধ্যেই নজর কেড়েছেন। এর আগে বাবার সাবেক দুই ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এবং জুভেন্টাসের বয়সভিত্তিক দলেও খেলেছিলেন তিনি।

আগামী ১৩ থেকে ১৮ মে পর্যন্ত হতে চলা ভ্লাটকো মারকোভিচ টুর্নামেন্টে খেলবেন ক্রিস্টিয়ানো জুনিয়র। পর্তুগালের অনূর্ধ্ব-১৫ সেখানে মুখোমুখি হবে জাপান, গ্রিস এবং ইংল্যান্ডের বিপক্ষে।

পর্তুগালের জার্সিতে ছেলেকে খেলতে দেখা রোনালদোর জন্য গর্বের। ছেলে বয়সভিত্তিক দলে ডাক পেতেই ইনস্টাগ্রামে খুশির খবরটি দিয়েছেন রোনালদো নিজেই। বলেছেন, ‘আমি তোমাকে নিয়ে গর্বিত, ছেলে।’

Scroll to Top