পরীক্ষায় নাম্বার কম দেওয়ায় শিক্ষককে পিটিয়ে হত্যা

পরীক্ষায় নাম্বার কম দেওয়ায় শিক্ষককে পিটিয়ে হত্যা
KSRM

মার্কিন যুক্তরাষ্ট্রের আইওয়া রাজ্যের এক কিশোর পরীক্ষায় নাম্বার কম দেওয়ায় তার শিক্ষককে বেসবল ব্যাট দিয়ে পিটিয়ে হত্যা করেছে। অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই শিক্ষার্থীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

শুক্রবার ৭ জুলাই ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, বৃহস্পতিবার এই রায় দিয়েছে আদালত।

Bkash July

১৭ বছর বয়সী উইলার্ড মিলার স্প্যানিশ শিক্ষক নোহেমা গ্রাবারকে (৬৬) ২০২১ সালের ২ নভেম্বর হত্যা করেন। এর পর গত এপ্রিল মাসে তাকে দোষী সাব্যস্ত করে আদালত।

মিলারের বন্ধু ১৮ বছর বয়সী জেরেমি গুডেলসহ শিক্ষককে আক্রামণ করেছিলেন। হত্যার সময় তাদের উভয়ের বয়স ছিল ১৬ বছর। মিলারের বন্ধু গুডালের সাজা শুনানো হবে আগামী আগস্ট মাসে।

Labaid
Scroll to Top