পরিবারের সঙ্গে মুশফিক-তাসকিনদের ঈদ উদযাপন | চ্যানেল আই অনলাইন

পরিবারের সঙ্গে মুশফিক-তাসকিনদের ঈদ উদযাপন | চ্যানেল আই অনলাইন

দেশব্যাপী শনিবার পালিত হচ্ছে পবিত্র ঈদুল আযহা। পরিবারের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করতে অনেকেই চলে গেছেন ঢাকার বাইরে। অনেকে আবার রাজধানী শহরেই থেকেছেন। ঈদ উদযাপনের ছোঁয়া লেগেছে ক্রীড়াঙ্গনেও। বাংলাদেশের ক্রিকেটাররাও উদযাপন করছেন ঈদ। উৎসবের মুহূর্ত সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন অনেকেই।

সকিন আহমেদ নিজের অফিশিয়াল ফেসবুক পেজে পরিবারের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে তাসকিনের দুই মেয়ে ও এক ছেলে এবং বাবা রয়েছেন। তাসকিন ক্যাপশন দিয়েছেন, ‘আসসালামু আলাইকুম। ঈদ মুবারক সবাইকে।’

মেহেদী হাসান মিরাজ-মুশফিকুর রহিমরাও ঈদের সকালে ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে মিরাজ লিখেছেন, ‘ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক এই পবিত্র ঈদ-উল-আযহা। পবিত্র এই দিনে আরও গভীর হোক আমাদের আত্মত্যাগের ক্ষমতা ও ভালোবাসার শক্তি। ঈদ মোবারক।’

মুশফিক লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদ মুবারক সবাইকে।’ তিনি যে ছবি পোস্ট করেছেন, সেখানে দেখা গেছে একজনের সেলফিতে আছেন মুশফিক ও তার ছেলে। তারা সবাই ঈদের সকালে নামাজ আদায় করেছেন।

পেসার শরীফুল ইসলাম ছবি তুলেছেন একা। লিখেছেন, ‘ঈদ মুবারক’। বাংলাদেশের বাঁহাতি পেসার ঈদের সকালে দুটি ছবি পোস্ট করেছেন। আর বাংলাদেশ টি-টুয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস ঈদের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে লিখেছেন, ‘ঈদ আপনাদের ভালো কাটুক। সবাই উপভোগ করুন। সুস্থ থাকুন।’

সামনে শ্রীলঙ্কা সফর রয়েছে বাংলাদেশের। দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলবে লাল-সবুজ দল। ১৭ জুন গলে টেস্ট দিয়ে শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিপক্ষীয় সিরিজ। দ্বিতীয় টেস্টের ভেন্যু কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি)। ২৫ জুন হবে দ্বিতীয় টেস্ট। সাদা পোশাকের সিরিজ শেষে ২ থেকে ১৬ জুলাই পর্যন্ত হবে সিরিজের তিন ওয়ানডে ও তিন টি-টুয়েন্টি।

Scroll to Top