পরিচালকের বিরুদ্ধে নায়ক রিয়াজের মামলা

পরিচালকের বিরুদ্ধে নায়ক রিয়াজের মামলা

ডিজিটাল মাধ্যমে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রকাশের অভিযোগ এনে পরিচালক হারুনুর রশীদ কাজল ওরফে জ্যাম্বস কাজলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন চিত্রনায়ক রিয়াজ আহমেদ।

মঙ্গলবার (১৮ জুলাই) সংশ্লিষ্ট আদালতের স্টেনোগ্রাফার মামুন শিকদার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

গত রোববার (১৬ এপ্রিল) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ কে এম জুলফিকার হায়াতের আদালতে মামলাটি করেন রিয়াজ।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ১৩ জুন প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

The post পরিচালকের বিরুদ্ধে নায়ক রিয়াজের মামলা appeared first on Dhaka Protidin.

Scroll to Top