ভারতের বেঙ্গালুরুতে এক অভিনেত্রীকে কোপানোর অভিযোগ উঠেছে তার স্বামী বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, হামলার শিকার অভিনেত্রীর নাম মঞ্জুলা শ্রুতি। তিনি কন্নড় টিভির একজন অভিনেত্রী এবং সঞ্চালক।
মঞ্জুলার স্বামী অমরেশের সন্দেহ ছিল অন্য পুরুষের সঙ্গে মঞ্জুলার বিবাহবহির্ভূত অর্থাৎ পরকীয়ার সম্পর্ক রয়েছে। আর এই সন্দেহের জেরেই তাদের ২০ বছরের দাম্পত্যজীবনে নেমে আসে অশান্তি।
পুলিশ জানায়, মঞ্জুলা এবং অমরেশের দুটি সন্তান রয়েছে। বেঙ্গালুরুর হনুমন্তনগরে একটি ভাড়াবাড়িতে থাকতেন দম্পতি। কিন্তু সম্প্রতি মঞ্জুলার আচরণ এবং গতিবিধি নিয়ে সন্দেহ প্রকাশ করেন অমরেশ। আর তার পর থেকেই তাদের দু’জনের মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়ায় তিন মাসে আগে ঘর ছেড়ে চলে যান মঞ্জুলা। তিনি ভাইয়ের বাড়িতে গিয়ে থাকা শুরু করেন।
সেখানে গিয়েও অমরেশ অশান্তি শুরু করেন। তার পর হনুমন্তনগর থানায় স্বামীর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছিলেন মঞ্জুলা। তাদের দু’জনকে থানায় ডেকে কাউন্সেলিংয়ের ব্যবস্থাও করানো হয়েছিল। কিন্তু শুক্রবার সন্তানেরা কলেজে চলে যাওয়ার পর অমরেশ মঞ্জুলার উপর হামলা করেন বলে অভিযোগ উঠে।
তার শরীরের একাধিকা জায়গায় কোপানো হয়। ঘাড়ে, পাঁজরে এবং উরুতে আঘাত রয়েছে। দেয়ালে মঞ্জুলার মাথা ঠুকে দেওয়া হয়। তারপর বাড়ি ছেড়ে চলে যান অমরেশ।
পরে মঞ্জুলার পরিচারিকা এসে দেখেন তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। সঙ্গে সঙ্গে প্রতিবেশীদের ডাকেন। পুলিশে ফোন করা হয়। মঞ্জুলাকে সঙ্কটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর মঞ্জুলার অভিযোগের ভিত্তিতে অমরেশকে গ্রেপ্তার করেছে পুলিশ।