পদ্মাসেতুর টোল প্লাজা এলাকায় ১ কিলোমিটার যানজট | চ্যানেল আই অনলাইন

পদ্মাসেতুর টোল প্লাজা এলাকায় ১ কিলোমিটার যানজট | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ঈদুল ফিতর সামনে রেখে মহাসড়কগুলোতে বেড়েছে ঘরমুখী মানুষের ঢল। টানা ৯ দিন ছুটির প্রথমদিনে পদ্মা সেতুতে মোটরসাইকেলের ঢল নেমেছে। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে ভোর থেকে পদ্মা সেতুর দিকে এগিয়ে আসছে মোটরসাইকেলের সারি।

শুক্রবার ছুটির প্রথমদিনে সেতুর টোল দিতে গিয়ে টোল প্লাজা এলাকায় ১ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে।

;

পদ্মা সেতু কর্তপক্ষ সূত্রে জানা গেছে, সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজায় এক কিলোমিটার পর্যন্ত দীর্ঘ গাড়ির জট সৃষ্টি হয়েছে। পদ্মা সেতুর কল্যাণে ভোগান্তি অনেকটা কমলেও সেতু টোল প্লাজায় অতিরিক্ত গাড়ির চাপে সৃষ্টি হয়েছে নতুন ভোগান্তি। মোটরসাইকেলের পাশাপাশি রয়েছে অন্যান্য পরিবহনের জটও। ভোর থেকেই পদ্মা সেতুতে মোটরসাইকেলের ঢল নামে। যা এখনো অব্যাহত রয়েছে।

মোটরসাইকেলের পাশাপাশি অন্যান্য যাত্রীবাহী গাড়ির চাপও বেড়েছে। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজা এলাকায় ৭টি বুথে টোল আদায় করা হচ্ছে। তবে মোটরসাইকেলের জন্য বরাবরের মতোই এবারও রয়েছে আলাদাভাবে টোল নেয়ার ব্যবস্থা। বর্তমানে ৩টি বুথ দিয়ে মোটরসাইকেল হতে টোল আদায় করা হচ্ছে। তারপরও গাড়ির অতিরিক্ত চাপে যানজটের সৃষ্টি হয়েছে টোল এলাকায়।

হাসাড়া হাইওয়ে পুলিশ ফাড়ি সূত্রে জানা গেছে, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে দুর্ঘটনা লাঘবে যানবাহনের অতিরিক্ত গতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে পুলিশ। এ ব্যাপারে মাওয়া ট্রাফিক পুলিশে টিআই জিয়া বলেন, শুক্রবার ভোর হতে এক্সপ্রেসওয়েতে গাড়ি চলাচল বেড়েছে। পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় মোটরসাইকেলসহ সবধরনের যানবাহনের জট তৈরি হয়েছে।

Scroll to Top