পদ্মায় ভয়াবহ টর্নেডো, ভিডিও ভাইরাল

পদ্মায় ভয়াবহ টর্নেডো, ভিডিও ভাইরাল

জুমবাংলা ডেস্ক : কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে টর্নেডো হয়েছে। আর সেই টর্নেডোর ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

পদ্মায় ভয়াবহ টর্নেডো, ভিডিও ভাইরালপদ্মায় ভয়াবহ টর্নেডো, ভিডিও ভাইরাল

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলের দিকে উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। এসময় নদীর পানি আকাশে উঠতে দেখা যায়।

এতে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা না ঘটলেও আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। প্রায় ১০ মিনিট ধরে এ দৃশ্য দেখা গেছে বলে জানিয়েছেন তারা।

প্রত্যক্ষদর্শীরা বলেন, বিকেলের দিকে হঠাৎ করে পদ্মা নদীর পানি আকাশে উঠতে থাকে। এতে আমরা ভয় পেয়ে যাই। অনেকে মোবাইল দিয়ে সেই ঘটনার ভিডিও করেন।

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাই সিদ্দিকী বলেন, ঘটনা সত্য। বিকেলের দিকে এ ঘটনা ঘটেছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

Scroll to Top