পদ্মায় ট্রলার-স্পিডবোট সংঘর্ষে ব্যবসায়ী নিখোঁজ – DesheBideshe

পদ্মায় ট্রলার-স্পিডবোট সংঘর্ষে ব্যবসায়ী নিখোঁজ – DesheBideshe



পদ্মায় ট্রলার-স্পিডবোট সংঘর্ষে ব্যবসায়ী নিখোঁজ – DesheBideshe

মুন্সীগঞ্জ, ০৪ জুলাই – মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাওয়া সংলগ্ন পদ্মা নদীতে স্পিডবোট-ট্রলার সংঘর্ষে মোজাম্মেল (৩৭) নামের এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (৪ জুলাই) বিকেল ৫টার দিকে নদীর পদ্মা সেতু এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ মোজাম্মেল হবিগঞ্জ এলাকার লাখাই উপজেলার বাসিন্দা। এ ঘটনায় উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে মোজাম্মেলসহ ৪ বন্ধু মিলে স্পিডবোট ভাড়া করে পদ্মা সেতু এলাকায় ভ্রমণে বের হয়। এ সময় স্পিডবোটটিতে আরও ৪ জন যাত্রী ছিলেন। ঘুরাঘুরি একপর্যায়ে নদীতে ট্রলারের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মোজাম্মেল পানিতে পড়ে নিখোঁজ হয়, বাকি সকলকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

তিনি আরও জানান, নিখোঁজ ব্যক্তির খোঁজে অভিযান চলছে।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ০৪ জুলাই ২০২৫



Scroll to Top