পদ্মাপারে রিমালের প্রভাব

পদ্মাপারে রিমালের প্রভাব

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উত্তাল হয়ে পড়েছিল পদ্মা নদী। অনেক জায়গায় নদীভাঙন রোধে ফেলা জিও ব্যাগ সরে গেছে ঢেউয়ের তোড়ে। পদ্মাতীরবর্তী মুন্সিগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া, দক্ষিণ হলদিয়া, তেউটিয়া, রাউৎগাঁও, কনকসার, ঘোড়াদৌড় এলাকায় এরই মধ্যে অনেক পরিবারের ভিটেমাটি বিলীন হয়ে গেছে নদীর বুকে। ভাঙন-আতঙ্কে এখনো নির্ঘুম রাত কাটাচ্ছে হাজারো পরিবার। স্থানীয় ব্যক্তিরা মনে করেন, স্থায়ী বাঁধ নির্মাণ হলেই তবে তাঁদের আতঙ্কের দিন শেষ হবে। ছবিগুলো গত সোমবারে তোলা।

Scroll to Top