পদ্মশ্রী বন্যাকে প্রধানমন্ত্রীর অভিনন্দন | চ্যানেল আই অনলাইন

পদ্মশ্রী বন্যাকে প্রধানমন্ত্রীর অভিনন্দন | চ্যানেল আই অনলাইন

ভারত সরকারের ‘পদ্মশ্রী’ পাওয়ায় রেজওয়ানা চৌধুরী বন্যাকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Fresh Add Mobile

ভারত সরকারের ‘পদ্মশ্রী’ পদকের জন্য মনোনীত হওয়ার পর থেকেই শুভেচ্ছায় ভাসছেন দেশের খ্যাতনামা রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। সাংস্কৃতিক অঙ্গণ থেকে শুরু করে সাধারণ ভক্ত অনুরাগীও বন্যাকে শুভেচ্ছা জানাচ্ছেন। পদ্মশ্রী পাওয়ায় গুণী এই শিল্পীকে এবার অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার দুপুরে ‘পদ্মশ্রী’র জন্য মনোনীত রেজওয়ানা চৌধুরী বন্যাকে লাল গালিচা সংবর্ধনা প্রদান করে দেশের প্রথম ডিজিটাল টেলিভিশন চ্যানেল আই। পরে তাকে নিয়ে চ্যানেল আইয়ের নিয়মিত সরাসরি অনুষ্ঠান ‘তারকা কথন’ এর বিশেষ পর্ব অনুষ্ঠিত হয়। তার সঙ্গে এসময় অতিথি ছিলেন আরেক গুণী রবীন্দ্রসংগীত শিল্পী শামা রহমান।

Bkash

যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অভিনন্দন পাওয়ার বিষয়টিও জানান বন্যা। শুধু তাই নয়, জানা গেছে- শুভেচ্ছা জানানোর পর তার বাসায় ফুলের উপহারও পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। সেইসাথে শেখ রেহানাও ফোন করে বন্যাকে শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানার সাথে রবীন্দ্র সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার সখ্যতা বেশ পুরনো। জানা যায়, বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা ও সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা রাজধানীর ধানমন্ডিতে একই স্কুলে পড়তেন। বছর ছয়েক আগেও বন্যার জন্মদিনের এক সকালে চ্যানেল আইয়ের সরাসরি গানের অনুষ্ঠান ‘গানে গানে সকাল শুরু’-তে ফোন করে চমকে দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা।

Reneta June

রেজওয়ানা চৌধুরী বন্যার গানের প্রশংসার পাশাপাশি চ্যানেল আইয়ের সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বন্যাকে তার ‘গানের ভক্ত’ বলেও মন্তব্য করেন।

সংগীত জীবনে দুই বাংলায় প্রায় দুই শতাধিক অ্যালবাম প্রকাশ করেছেন রেজওয়ানা চৌধুরী বন্যা। রবীন্দ্রসংগীতের প্রচার ও প্রসারে ১৯৯২ সালে গড়ে তোলেন গানের স্কুল ‘সুরের ধারা’। বর্ণাঢ্য জীবনে তিনি পেয়েছেন অসংখ্য পুরস্কার। ২০১৬ সালে পেয়েছেন স্বাধীনতা পদক, ২০১৭ সালে ভারতের পশ্চিমবঙ্গ সরকার তাকে ‘বঙ্গভূষণ’ পদক দিয়ে সম্মানিত করে।

২০২৪ সালের মার্চ-এপ্রিলে ভারতের রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি পদ্ম সম্মানের ঘোষিতদের হাতে পদক তুলে দেবেন।

Scroll to Top