পথ যন্ত্রণা থেকে এবার কি মুক্তি মিলবে? প্রশ্ন পানিহাটিবাসীর

পথ যন্ত্রণা থেকে এবার কি মুক্তি মিলবে? প্রশ্ন পানিহাটিবাসীর

Last Updated:

বছরের পর বছর ধরে ভগ্নদশায় রয়েছে পানিহাটির অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সি আর রোড। এবার সেই রোডের নতুন ব্লক রাস্তার জন্য অবশেষ টেন্ডার জারি করেছে পুরসভা। কল্যাণী এক্সপ্রেসওয়ের সংযোগকারী এই রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় আছে

+

পথ যন্ত্রণা থেকে এবার কি মুক্তি মিলবে? প্রশ্ন পানিহাটিবাসীর

দ্রুত সংস্কারের দাবি

পানিহাটি,  উত্তর ২৪ পরগনা, শুভজিৎ সরকার: পানিহাটির সি আর রোডে এখনও টেন্ডার জট। ব্লকের রাস্তা আশ্বাস মিললেও প্রশ্ন একটাই, কবে মিটবে দুর্ভোগ? সামনে দুর্গাপুজো, এবার কি তবে মিটবে দুর্ভোগ?

বছরের পর বছর ধরে ভগ্নদশায় রয়েছে পানিহাটির অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সি আর রোড। এবার সেই রোডের নতুন ব্লক রাস্তার জন্য অবশেষ টেন্ডার জারি করেছে পুরসভা। কল্যাণী এক্সপ্রেসওয়ের সংযোগকারী এই রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল।

আরও পড়ুন: ৭০ ভরি গয়নায় সেজে উঠলেন বোল্লা মা! কৌশিকী অমাবস্যায় দেবীর সাজ

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অসুস্থ মানুষকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া থেকে শুরু করে সাধারণ গাড়ি চলাচল, সব কিছুই ছিল প্রায় অসম্ভব। বহুবার পুর কর্তৃপক্ষকে অভিযোগ জানানোর পাশাপাশি রাস্তায় শুয়ে পড়ে কিংবা কর্দমাক্ত রাস্তায় ধান পুঁতে বাসিন্দারা অভিনব প্রতিবাদও করেছিলেন। তবে শেষমেষ কোনও সমাধান মেলেনি।

পুরপ্রধান এর আগেও প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সোদপুর ব্রিজ বন্ধ হওয়ার আগেই এই রাস্তা তৈরি হয়ে বিকল্প পথ হিসেবে ব্যবহৃত হবে। কিন্তু প্রতিশ্রুতির কোনরূপ বাস্তবায়ন ঘটেনি। পুরপ্রধানের দাবি, সি আর রোডের জন্য ইতিমধ্যেই টেন্ডার সম্পন্ন হয়েছে। পিচের রাস্তা সহজেই নষ্ট হয়ে যায় বলে এবার ব্লক দিয়ে নতুন রাস্তা তৈরি হবে। সেই কারণেই দেরি হচ্ছে বলে জানান তিনি।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

এখন দেখার বিষয়, বহু প্রতীক্ষিত এই আশ্বাস শেষপর্যন্ত বাস্তবে রূপ নেয় কেন কিনা। বর্ষায় জল জমলেই একপ্রকার প্রাণ হাতে নিয়েই ঝুঁকির যাতায়াত চলে এই সি আর রোডের নিত্যযাত্রীদের। এখন সেই ঝুঁকির যাতায়াত থেকে মুক্তি মেলে কিনা সেটাই দেখার।

Scroll to Top