যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ বলেছেন, পতিত স্বৈরাচারের পক্ষে বিভ্রান্তিকর তথ্য, অপতথ্য ও গুজব রটিয়ে মার্কিন নীতি তাদের পক্ষে নেওয়া যাবে না। গণঅভ্যুত্থান পরবর্তীতে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে রাজধানীতে এক আলোচনায় নব্বইয়ের দশকে রাষ্ট্রদূতের দায়িত্বে থাকা কূটনীতিক উইলিয়াম বি মাইলাম বলেন, ১০ বছর তাকে বাংলাদেশে আসার অনুমতিই দেওয়া হয়নি। প্রশ্নোত্তরে মার্কিন কূটনীতিক জন বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ থাকার পক্ষে তিনি, জনগণ না চাইলে ব্যালটের মাধ্যমে কালের আবর্তে হারিয়ে যাবে তারা।