পটুয়াখালীতে কলেজছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ, আটক ১

পটুয়াখালীতে কলেজছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ, আটক ১

জুমবাংলা ডেস্ক : পটুয়াখালীর দুমকী উপজেলার সরকারি জনতা কলেজের দ্বাদশ শ্রেণির এক ছাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

পটুয়াখালীতে কলেজছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ, আটক ১পটুয়াখালীতে কলেজছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ, আটক ১মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় দুমকীর পাঙ্গাশিয়া নলদোয়ানি এলাকায় রাস্তা থেকে তুলে নিয়ে তাঁকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, সরকারি জনতা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী বাবার কবর জেয়ারত শেষে নানাবাড়িতে ফিরছিলেন। পথে মুন্সীবাড়ি এলাকায় স্থানীয় মামুন মুন্সীর ছেলে সাকিব মুন্সী (১৯) ও সোহাগ মুন্সীর ছেলে সিফাত মুন্সী (২০) তাঁকে রাস্তা থেকে তুলে বাগানবাড়িতে নিয়ে ধর্ষণ করে। অভিযুক্তরা ভুক্তভোগীর ছবি তোলে এবং কাউকে কিছু বললে তা নেটে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে চলে যায়।

ইফতার অনুষ্ঠান ঘিরে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

গতকাল বুধবার ওই ছাত্রী দুমকী থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে সাকিব মুন্সীকে আটক করা হয়েছে।

Scroll to Top