নৌকার আদলে খাট উপহার দিয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে পেলেন ঘর

নৌকার আদলে খাট উপহার দিয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে পেলেন ঘর

স্থানীয় বাসিন্দা জুলফিকার আলী বলেন, ‘অসহায় কাঠমিস্ত্রি প্রধানমন্ত্রীর উপহার পেয়েছেন। এটা দেখে আমরাও খুশি।’

ঘর উপহার দিতে এসে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘হারুনের হাতের কাজ দেখে আমরা সবাই মুগ্ধ। হারুনকে প্রধানমন্ত্রীর এই উপহার দিতে পেরে আমরা খুশি।’

ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে হারুনকে নিয়ে ঘরে প্রবেশ করেন আ ফ ম বাহাউদ্দিন নাছিম। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ছিলারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান তৌফিকুজ্জামান আকন, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আজাদ মুনশি, জাহাঙ্গীর কবির, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন প্রমুখ।