স্থানীয় বাসিন্দা জুলফিকার আলী বলেন, ‘অসহায় কাঠমিস্ত্রি প্রধানমন্ত্রীর উপহার পেয়েছেন। এটা দেখে আমরাও খুশি।’
ঘর উপহার দিতে এসে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘হারুনের হাতের কাজ দেখে আমরা সবাই মুগ্ধ। হারুনকে প্রধানমন্ত্রীর এই উপহার দিতে পেরে আমরা খুশি।’
ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে হারুনকে নিয়ে ঘরে প্রবেশ করেন আ ফ ম বাহাউদ্দিন নাছিম। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ছিলারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান তৌফিকুজ্জামান আকন, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আজাদ মুনশি, জাহাঙ্গীর কবির, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন প্রমুখ।