বিনোদন ডেস্ক : সম্প্রতি অভিনেত্রী বাঁধনের একটি নো মেকআপ লুক ভাইরাল হয়। যা ভক্তমহলে বেশ আলোচনা ও প্রশংসা কুড়ায়। তবে শুধু বাঁধনই নয়, একই ধারায় পা বাড়িয়েছেন অভিনেত্রী রুনা খান, আশনা হক ভাবনা, মেহের আফরোজ শাওনসহ অনেকে।
বলা বাহুল্য, এখনকার মেকআপ, ফিল্টারের যুগে ‘নো মেকআপ লুক’ এ নিজেকে প্রকাশ করাকে সাহসিকতা বলেই আখ্যায়িত করছেন তাদের ভক্ত-নেটিজেনরা। এ ছাড়াও এক ধরনের আত্মবিশ্বাসের পরিচায়ক হিসেবে ধরা হচ্ছে; যা অনেকের জন্য অনুপ্রেরণাও হতে পারে।
নো মেকআপ লুকে ছবি পোস্ট করে বাঁধন লেখেন, আমাকে ভাঙতে চাইলে, আরও শক্ত হয়ে যাই। আমি স্বাভাবিকভাবেই একজন আবেগপ্রবণ মানুষ। জীবনে অনেক কিছু অর্জন করেছি — এবং তার জন্য আমি সবসময় আল্লাহর কাছে কৃতজ্ঞ। কিন্তু জীবনে যে জিনিসটি সবচেয়ে বড় অর্জন করেছি, তা কোনো খ্যাতি বা সাফল্য নয় — বরং নিজের মতো করে বাঁচার এবং সৎভাবে নিজের কথা বলার ক্ষমতা। সেটাই আমার আসল সম্পদ।
এরপর সামাজিকমাধ্যমে ‘নো মেকআপ লুক’-এ দেখা মিলল আরও এক অভিনেত্রীকে। দেশের শোবিজ অঙ্গনে অন্যতম আলোচিত এই তারকাকে অবশ্য প্রায়ই নো মেকআপ লুকে দেখা যায়। তবে ভক্তদের কাছে তিনি বেশি প্রশংসনীয় তার সাহসিকতা দিয়েই! বলা হচ্ছে অভিনেত্রী ভাবনার কথা।
ছবি শেয়ার করে ভাবনা ক্যাপশনে লিখেছেন, ‘মেকআপ নেই, ফিল্টারও না। আমি যেমন, তেমনই আমি।’ তার এই স্বচ্ছ ও খোলামেলা ভাবমূর্তিকে ভক্তরা অনুরাগভরে গ্রহণ করেছেন এবং প্রশংসা করেছেন।
এদিকে আবার ‘নো মেকআপ লুক’এর ট্রেন্ডের স্রোতে একরকম গা ভাসাতে দেখা গেল সোনার কন্যা খ্যাত অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে। দেখা যায় তার পোস্ট করা ছবিটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফিল্টারে তোলা; একদম নো মেকআপ লুকের অবস্থায়। চোখ-মুখে কালশিটে খানিকটা, রয়েছে উশকো চুল।
যদিও নেটিজেনদের অনুমান, ক্যামেরার ফিল্টারের কারণেই রূপের এই হাল হয়েছে অভিনেত্রীর! তবে সে নিয়েও রাখঢাক রাখেননি অভিনেত্রী।
ক্যাপশনে জানিয়ে দিয়েছেন, যেরকম সত্যিকারের আমি।’ হ্যাশট্যাগে লিখেছেন, রিয়েল মি, নো মেকআপ, নো ফিল্টার।
এদিকে অভিনেত্রী রুনা খানকে প্রায় দেখ যায় নো মেকআপ লুকে ছবি শেয়ার করতে ভক্তদের মাঝে।