হলিউডের দাপুটে নির্মাতাদের একজন ক্রিস্টোফার নোলান। তার ছবিতে কাজ করার সুযোগ যে কোনো আর্টিস্টই চোখ বন্ধ করে লুফে নেবে! আক্ষরিক অর্থেই এবার নোলানের ছবির জন্য দীর্ঘদিনের বন্ধুর ছবি ছাড়লেন হলিউড তারকা ম্যাট ডেমন!
আসন্ন নেটফ্লিক্স থ্রিলার ‘অ্যানিমেলস’ পরিচালনা করতে চলেছেন ম্যাট ডেমনের দীর্ঘদিনের বন্ধু হলিউড তারকা বেন অ্যাফ্লেক। সব ছিলো চূড়ান্ত, ছবিতে ডেমন প্রধান চরিত্রে অভিনয়ের কথা। কিন্তু শেষ সময়ে এই ছবি থেকে সরে গেলেন ডেমন। আর সেটা নোলানের আসন্ন মহাকাব্যিক ছবি ‘দ্য ওডিসি’র জন্য।
মূলত দুটি ছবিই কাছাকাছি সময়ে শুটে যাওয়ার পরিকল্পনা করায় বন্ধুর ছবিই ছেড়ে যাওয়ার মনস্থির করেন ডেমন।

ডেডলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘অ্যানিমেলস’ ছবিটির শুটিং ২০২৫ সালের এপ্রিলে লস অ্যাঞ্জেলসে শুরু হবে। অন্যদিকে, নোলানের ‘দ্য ওডিসি’র শুটিং ফেব্রুয়ারির শেষের দিকে বিভিন্ন আন্তর্জাতিক লোকেশনে শুরু হওয়ার কথা রয়েছে। এ কারণেই বন্ধুর ছবিটি জলাঞ্জলি দিলেন ডেমন।
যদিও ম্যাট ডেমন ‘অ্যানিমেলস’ ছবিতে অভিনয় করছেন না, তবে বন্ধুর ছবিতে প্রযোজক হিসেবে থাকছেন। তিনি এবং বেন অ্যাফ্লেক তাদের প্রযোজনা সংস্থা ‘আর্টিস্টস ইকুইটি’র মাধ্যমে আসন্ন এই ছবিটি প্রযোজনা করছেন, যেখানে নির্বাহী দায়িত্বে রয়েছেন দানি বার্নফেল্ড।
এদিকে ম্যাট ডেমন সরে যাওয়ায় ‘অ্যানিমেলস’-এ প্রধান চরিত্র করার দায়িত্ব নিজ কাঁধেই তুলে নিয়েছেন বেন অ্যাফ্লেক, পরিচালনার পাশাপাশি সিনেমাটিতে অভিনয়ও করবেন তিনি। এরআগে অ্যাফ্লেক আর্গো, দ্য টাউন এবং এয়ার- এর মতো ছবিগুলোর জন্য প্রশংসিত হয়েছেন। এই তিনটি ছবিতে তিনি একইসঙ্গে অভিনয় ও পরিচালনা করেছেন।
এই ছবিতে আরো দেখা যাবে গিলিয়ান অ্যান্ডারসনকে। যিনি ‘দ্য এক্স ফাইলস’-এ এফবিআই এজেন্ট ডানা স্কালির ভূমিকায় জনপ্রিয়তা পেয়েছেন; এমনকি সম্প্রতি নেটফ্লিক্সের ‘দ্য ক্রাউন’ সিরিজে মার্গারেট থ্যাচারের চরিত্রে অভিনয় করেছেন।
বেন অ্যাফ্লেক জানান, ছবির অন্য অভিনয়শিল্পীদের নাম শিগগিরই ঘোষণা করা হবে। তবে এটা নিশ্চিত যে, নোলানের ‘ওডিসি’ ছবির কোনো অভিনয়শিল্পী ‘অ্যানিমেলস’-এ যুক্ত হবেন না। –ভ্যারাইটি