নোরা ফাতেহির মৃত্যুর গুজব, ভাইরাল ভিডিওটি কার

নোরা ফাতেহির মৃত্যুর গুজব, ভাইরাল ভিডিওটি কার

সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎই ছড়িয়ে পড়ে বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির মৃত্যুর গুজব। তবে জানা গেছে, অভিনেত্রী সম্পূর্ণ সুস্থ আছেন, তাঁর মৃত্যুর খবর কেবলই গুজব। খবর হিন্দুস্তান টাইমসের
নোরার মৃত্যুর খবরের উৎস একটি ভিডিও। ভিডিওটিতে একজন নারীকে গভীর খাদের ওপর দিয়ে দড়ি পার হতে দেখা যাচ্ছে। হঠাৎই সেখান থেকে পাহাড়ের খাদে পড়ে যান তিনি। খবর ছড়িয়ে পড়ে, ওই নারীই নাকি নোরা ফাতেহি। সামাজিক যোগাযোগমাধ্যমে বহুল চর্চিত সে ভিডিও আসলে বাঞ্জি জাম্পিংয়ের। ভিডিওর নারীটি আসলে নোরা নন, অন্য কেউ। সেটাই যাচাই–বাছাই না করে অনেকে শেয়ার করেছেন।

Scroll to Top