নোয়াখালীর সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের উদয় সাধুরহাট বাজারে কাপড়ের গলিতে বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ককটেল বিস্ফোরণ, মারধর ও পরে দোকানে তালা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী চন্দ্র ভূষণ দেবনাথ বাদি হয়ে ৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আর ৭/৮ জনকে আসামি করে সুধারাম মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
জানা গেছে, স্থানীয় শফিউল্লাহ চৌধুরীর একটি দোকান ঘরের ৪০ বছরের পুরানো ভাড়াটিয়া স্কুল শিক্ষক চন্দ্র ভূষণ দেবনাথ। ২০২১ সালে শফিউল্লার ছেলে গোলাম নবী দোকানের তার অংশ দাবি করে ১০ লক্ষ টাকা নিয়ে দোকান বন্ধক রাখে চন্দ্র ভূষনের কাছে। পরে জানা যায় গোলাম নবী চৌধুরী ওই জমির মালিক নন। পরে ২০২২ সালে শফি উল্ল্যার আরেক ছেলে আলী হায়দার চৌধুরী ২৯ লাখ টাকা দোকান বিক্রি করবে বলে চন্দ্র ভূষণের কাছ থেকে ১ লাখ টাকা নিয়ে বায়না চুক্তি করে। পরবর্তীতে ওই জায়গায় রেজিস্ট্রি না দিয়ে তারা তালবাহানা শুরু করেন। জমিটি তারা অন্যজনের কাছে বিক্রি করে দিয়েছে।
এই ঘটনায় মামলা দায়ের করা হয় এবং মামলা চলমান। কিন্তু এরই মধ্যে গত শুক্রবার রাতে একদল হেলমেট ধারী সন্ত্রাসী ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এসে ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলি করে দোকানে ঢুকে চন্দ্রভূষণ ও তার ছেলেদের মারধর করে বের করে দিয়ে ব্যবসা প্রতিষ্ঠানের তালা দিয়ে চলে যায়।