নেপালে হবে মেয়েদের ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাই | চ্যানেল আই অনলাইন

নেপালে হবে মেয়েদের ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাই | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

প্রথমবারের মতো ১২ দলের অংশগ্রহণে গড়াবে মেয়েদের ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপ। ইংল্যান্ডে গড়াতে চলা আসরটিতে ইতিমধ্যেই ৮ দলের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। বাকি চারটি দল আসবে বাছাইপর্ব পেরিয়ে। বাছাইয়ের ম্যাচগুলো গড়াবে নেপালে।

আগামী বছর ১২ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত গড়াবে বাছাইপর্ব। নেপালের কাঠমান্ডুর মুলপানির দুটি ভেন্যুতে গড়াবে লড়াই। টুর্নামেন্টের সম্পূর্ণ সময়সূচী অবশ্য এখনও ঘোষণা করা হয়নি।

বাছাইয়ে অংশ নিবে চারটি অঞ্চলের ১০টি দল। এখন পর্যন্ত মাত্র পাঁচটি দলের বাছাইপর্বে অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। গত আসরে খেলা বাংলাদেশ এবং স্কটল্যান্ড বাছাইয়ে খেলবে। পাশাপাশি বাছাইয়ের মূলপর্বে খেলা নিশ্চিত করেছে এশিয়ান অঞ্চল থেকে নেপাল ও থাইল্যান্ড এবং আমেরিকান অঞ্চল থেকে যুক্তরাষ্ট্র। বাছাইয়ের মূলপর্বে বাকি ৫টি দল আসবে ইউরোপ, আফ্রিকা এবং পূর্ব এশিয়া অঞ্চলের বাছাই শেষে।

বাছাইয়ের মূলপর্বে ১০টি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। শীর্ষ তিনটি করে দল সুপার সিক্সে খেলবে। সেখান থেকে শীর্ষ চারটি বিশ্বকাপের মূল পর্বের টিকিট পাবে।

২০২৬ মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপের ভেন্যু ও সূচি আগেই জানিয়েছে আইসিসি। আগামী বছর ১২ জুন এজবাস্টনে স্বাগতিক ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে পর্দা উঠবে আসরের। ৫ ‍জুলাই লর্ডসে ফাইনাল দিয়ে পর্দা নামবে।

Scroll to Top