নেপালের ৯৭টি হিমালয় পর্বত বিনামূল্যে আরোহনের সুযোগ | চ্যানেল আই অনলাইন

নেপালের ৯৭টি হিমালয় পর্বত বিনামূল্যে আরোহনের সুযোগ | চ্যানেল আই অনলাইন

পর্যটন শিল্প বাড়াতে এবং দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রচারে নেপাল সরকার আগামী দুই বছর ৯৭টি হিমালয় পর্বতে আরোহনের জন্য পারমিট ফি মওকুফ করছে।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

এদিকে আগামী সেপ্টেম্বর থেকে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে চূড়ায় ওঠার পারমিট ফি প্রায় এক দশক পর প্রথমবার বাড়িয়ে ১৫ হাজার মার্কিন ডলার করা হবে।

নেপালের পর্যটন বিভাগ জানিয়েছে, এই উদ্যোগের লক্ষ্য দেশের অপরীক্ষিত পর্যটন পণ্য ও গন্তব্য বিশ্ববাসীর কাছে তুলে ধরা। পর্বতারোহণ নেপালের একটি বড় আয়ের উৎস; গত বছর শুধু পারমিট ফি থেকেই ৫৯ লাখ ডলার আয় হয়েছে, যার তিন-চতুর্থাংশেরও বেশি এসেছে এভারেস্ট থেকে।

যে ৯৭টি শৃঙ্গের ফি মওকুফ করা হবে, সেগুলো নেপালের কার্নালি ও সুদুরপশ্চিম প্রদেশে অবস্থিত। উচ্চতা ৫ হাজার ৯৭০ মিটার থেকে ৭ হাজার ১৩২ মিটার পর্যন্ত। নেপালের এই দুই প্রদেশই সবচেয়ে দরিদ্র ও অনুন্নত এলাকা হিসেবে পরিচিত।

অসাধারণ সৌন্দর্য থাকা সত্ত্বেও এখানে পর্যটক ও পর্বতারোহীর সংখ্যা খুবই কম, কারণ পৌঁছানো কঠিন। আমরা আশা করি নতুন এই ব্যবস্থা পরিবর্তন আনবে, বলেন নেপালের পর্যটন বিভাগের পরিচালক হিমাল গৌতম। তার মতে, এটি কর্মসংস্থান সৃষ্টি, আয় বৃদ্ধি এবং স্থানীয় অর্থনীতি শক্তিশালী করতে সহায়তা করবে।

তবে সরকার এই প্রত্যন্ত অঞ্চলে অবকাঠামো ও যোগাযোগ উন্নয়নের পরিকল্পনা করেছে কি না তা স্পষ্ট নয়। একইসঙ্গে, যদি পর্যটকের ভিড় বাড়ে, তবে স্থানীয়রা সেই চাপ সামলাতে পারবে কি না, তা নিয়েও প্রশ্ন রয়ে গেছে।

গত দুই বছরে এই ৯৭টি শৃঙ্গে মাত্র ৬৮ জন পর্বতারোহী গেছেন। বিপরীতে, ২০২৪ সালে একাই এভারেস্টের জন্য ৪২১টি আরোহন পারমিট দেয়া হয়েছে।

অতিরিক্ত ভিড়, পরিবেশগত ক্ষতি ও একাধিক প্রাণঘাতী দুর্ঘটনার কারণে সাম্প্রতিক বছরগুলোতে এভারেস্ট নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছে। ২০২৪ সালের এপ্রিল মাসে নেপালের সুপ্রিম কোর্ট পাহাড়ের ধারণক্ষমতা বিবেচনায় নিয়ে এভারেস্টসহ কয়েকটি শৃঙ্গে সীমিতসংখ্যক পারমিট দেওয়ার নির্দেশ দেয়।

চলতি বছরের জানুয়ারিতে সরকার ৩৬ শতাংশ পারমিট ফি বৃদ্ধি ঘোষণা করে। মৌসুমের বাইরে, সেপ্টেম্বর-নভেম্বর সময়ে এভারেস্ট আরোহনের খরচ হবে ৭ হাজার ৫০০ ডলার এবং ডিসেম্বর-ফেব্রুয়ারি সময়ে ৩ হাজার ৭৫০ ডলার।

এছাড়া, নেপাল পার্লামেন্টে নতুন একটি আইন নিয়ে আলোচনা চলছে, যেখানে এভারেস্টে ওঠার আগে ন্যূনতম ৭ হাজার মিটার উচ্চতার একটি শৃঙ্গ আরোহন বাধ্যতামূলক করার প্রস্তাব রয়েছে। সেই বিবেচনায় কার্নালি ও সুদুরপশ্চিম প্রদেশের শৃঙ্গগুলোকে আদর্শ প্রশিক্ষণ ক্ষেত্র হিসেবে দেখছে স্থানীয় গণমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্ট।

Scroll to Top