বাংলাদেশ এশিয়া কাপ মিশনে যাওয়ার আগে নেদারল্যান্ডসের বিপক্ষে তিনটি টি-টুয়েন্টি খেলবে। সিরিজের চূড়ান্ত সময়-সূচি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবগুলো ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
নেদারল্যান্ডস বাংলাদেশে আসবে ২৬ আগস্ট। একদিন বিশ্রাম দিয়ে ২৮ ও ২৯ আগস্ট অনুশীলন করবে ইউরোপের দেশটি। ৩০ আগস্ট প্রথম ম্যাচের পর ১ ও ৩ সেপ্টেম্বর বাকি দুই ম্যাচ মাঠে গড়াবে। সব ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।
নেদারল্যান্ডসের বিপক্ষে খেলার পর এশিয়া কাপ মিশনে পাড়ি জমাবে বাংলাদেশ।