নেত্রকোনায় বরযাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত ১০ – DesheBideshe

নেত্রকোনায় বরযাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত ১০ – DesheBideshe

নেত্রকোনায় বরযাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত ১০ – DesheBideshe

নেত্রকোনা, ১২ জুলাই – নেত্রকোনায় বরযাত্রীবাহী একটি বাস উল্টে খাদে পড়ে কবির মিয়া (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (১১ জুলাই) বিকেলে নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের চুচুয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় মিলন মুন্সি (৭০) নামে এক ব্যক্তিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জেলার আটপাড়া উপজেলার মুন্সিপুর গ্রাম থেকে দুটি বাস ও একটি মাইক্রোবাস যোগে বরযাত্রী নিয়ে সদর উপজেলার চুচুয়া গ্রামে যাচ্ছিলেন বর মোক্তাল হোসেন। বরযাত্রী নিয়ে যাওয়া দ্বিতীয় বাসটি কনের বাড়ির কাছাকাছি গিয়ে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এসময় বাসের নিচে চাপা পড়েন দুজন। স্থানীয়সহ অন্য যাত্রীরা ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে বরের মামা কবির মিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এছাড়াও বরের তালই মিলন মুন্সিকে (৭০) ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়। অন্য আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ সত্যতা নিশ্চিত করে বলেন, ১২ জনের মতো আহত হওয়ার খবর পাওয়া গেছে। মরদেহ হাসপাতালে রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ১২ জুলাই ২০২৫

 



Scroll to Top