নেইমারকে ‘মিস’ করেছে ব্রাজিল, জানালেন তিতে

ফিফা ফুটবল বিশ্বকাপ

নেইমারকে ‘মিস’ করেছে ব্রাজিল, জানালেন তিতে

নেইমার থাকলে ব্রাজিল আরও ভালো খেলতো।

ডেস্ক রিপোর্ট

২৯ নভেম্বর ২০২২, দুপুর ১০:৫৩ সময়

[ 20221129_105008.jpg ]

গত এক দশক ধরেই ব্রাজিলের আক্রমণভাগের নেতৃত্ব দিচ্ছেন নেইমার। আগের দুটো বিশ্বকাপে তাঁকে ঘিরেই পরিকল্পনা সাজিয়েছে সেলেসাওরা। এবারও, সেটাই ছিলো। তিতের দলের প্রধান ভরসা পিএসজি তারকাই ছিলো। 

২০১৪ সালে বিশ্বকাপে চোটের কারণে সেমিফাইনালে খেলতে পারেননি।গত বিশ্বকাপেও ছিলেন না পুরোটা ফিট। সবমিলিয়ে এবারই নিজেকে সেরা প্রস্তুত বানিয়ে কাতারে আসেন নেইমার। 

কিন্ত বিধিবাম এবারও চোটে পড়লেন তিনি। সার্বিয়ার বিপক্ষে চোটে পড়ায় গ্রুপপর্বে খেলা অনিশ্চিত হয়ে গেল পিএসজি তারকার। এমনকি, আসরের বাকিসময় ও তিনি খেলতে পারবেন কিনা জানেনা কেউই। 

অবশ্য, নেইমার ছাড়াই প্রথম ম্যাচে সুইস পরীক্ষায় পাশ করেছে ব্রাজিল। বিশ্বকাপে আগের দুই দেখায় যাদের কখনওই হারাতে পারেনি সেলেসাওরা, এবার তাদেরও হারিয়েছে। 

গতকাল (মঙ্গলবার) রাতে বিশ্ব মঞ্চে সুইসদের বিপক্ষে ক্যাসিমেরোর একমাত্র গোলে জিতেছে পেলের দেশ। অসাধারণ এই জয়ে ফ্রান্সের পর দ্বিতীয় দেশ হিসেবে আসরে শেষ ষোলোও নিশ্চিত হয়ে গেছে তাদের।

স্টোডিয়াম ৯৭৪-তে সুইস রক্ষণ ভেদ করে জিতলেও দলের সেরা তারকা মিস করেছে ব্রাজিল। নেইমার থাকলে ব্রাজিল আরও ভালো খেলতো বলে জানিয়েছেন তিতে। ম্যাচশেষে ব্রাজিল কোচ বলেছেন,

” অবশ্যই আমরা তাঁকে মিস করেছি।  সে থাকলেও আমাদের খেলা আরও ভালো হতো। নেইমারের জাদুর ছোঁয়া আছে এবং খেলা নিয়ন্ত্রণ করতে পারে।”

বিশ্বকাপে ব্রাজিলের পরের ম্যাচে প্রতিপক্ষে হচ্ছে ক্যামেরুন। আগামী ৩ ডিসেম্বর লুসাইল স্টোডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। 

 

Scroll to Top