নিষ্ক্রিয় হজ এজেন্সিগুলোকে বাদ দেওয়ার চিন্তা করছে সরকার – DesheBideshe

নিষ্ক্রিয় হজ এজেন্সিগুলোকে বাদ দেওয়ার চিন্তা করছে সরকার – DesheBideshe

নিষ্ক্রিয় হজ এজেন্সিগুলোকে বাদ দেওয়ার চিন্তা করছে সরকার – DesheBideshe

ঢাকা, ১৪ আগস্ট – ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, এক হজ এজেন্সির মালিক হজে গিয়ে সৌদি আরবে ৩ হাজার বিড়ি নিয়ে গিয়েছিলেন। ফেরার পথে প্রায় আড়াই কেজি সোনাসহ ধরা পড়েন তিনি।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে আগারগাঁওয়ের চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘হজ ও ওমরাহ ফেয়ার ২০২৫’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

ড. খালিদ বলেন, কিছু এজেন্সি ও সংশ্লিষ্ট ব্যক্তি হজের ভাবমূর্তি নষ্ট করছেন। নিষ্ক্রিয় এজেন্সিগুলোকে বাদ দেওয়ার চিন্তা করছে সরকার। ধর্ম মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা-কর্মচারী এজেন্সির সঙ্গে আর্থিক লেনদেনে জড়িত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, হজযাত্রীদের বিমান ভাড়া কমানোর চেষ্টা চলছে, গুরুতর অসুস্থ কাউকে হজে যেতে দেওয়া হবে না এবং ২০২৬ সাল থেকে সরকার কঠোরভাবে হজ কার্যক্রম মনিটরিং করবে।

সূত্র: ঢাকা টাইমস
এনএন/ ১৪ আগস্ট ২০২৫



Scroll to Top