নিষেধাজ্ঞা কাটিয়ে খেলতে নেমেই মুশফিককে ছাড়িয়ে গেলেন টেলর

নিষেধাজ্ঞা কাটিয়ে খেলতে নেমেই মুশফিককে ছাড়িয়ে গেলেন টেলর

আজ বুলাওয়ে টেস্ট খেলতে নামার মধ্য দিয়ে মুশফিকের রহিমকে ছাড়িয়ে গেছেন টেলর। গত বছরের জুলাইয়ে ইংল্যান্ডের জিমি অ্যান্ডারসনের অবসরের পর বর্তমান ক্রিকেটারদের মধ্যে এত দিন সবচেয়ে দীর্ঘ টেস্ট ক্যারিয়ার ছিল মুশফিকের (২০ বছর ৩৩ দিন)। বাংলাদেশের উইকেটকিপার–ব্যাটসম্যানকে আজ পেছনে ফেললেন টেলর।
টেস্ট ক্রিকেটে সবচেয়ে দীর্ঘতম ক্যারিয়ারের মালিক উইলফ্রেড রোডস। তবে তাঁর ক্যারিয়ার এতটা দীর্ঘ হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের কারণে।

দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের ক্লোজের ক্যারিয়ার অবশ্য দীর্ঘ হয়েছে ক্রিকেটীয় কারণেই। ১৯৪৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেকের পর কখনোই দলে থিতু হতে পারেননি। ১৯৬৫ সালে ইংল্যান্ডের অধিনায়ক হওয়াটাও অনেকটা পাকেচক্রেই, ৭ টেস্টে নেতৃত্ব দিয়ে জিতেছিলেন ৬টিতেই, ড্র ১টিতে। এরপর আবার দল থেকে বাদ পড়েন। কেরি প্যাকারের ওয়ার্ল্ড সিরিজের কারণে ১৯৭৬ সালে ফিরে আসার সময় ক্লোজের বয়স কত ছিল, জানেন? ৪৫!

Scroll to Top