এই খবরটি পডকাস্টে শুনুনঃ
নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের মতাদর্শ প্রচারকারী ও অন্যতম সংগঠক মোনায়েম হায়দারকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাজধানীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। রাতে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন,মোনায়েম হায়দার বিভিন্ন নামে ফেসবুকে ভুয়া পেজ খুলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের উগ্রবাদী মতাদর্শ প্রচার করে আসছিলেন। তিনি গোপনে হিজবুত তাহরীরকে সংগঠিত করে আসছিলেন।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।