নিশো-সিয়ামরাও ‘আনকাট’ বরবাদ চাইছেন! | চ্যানেল আই অনলাইন

নিশো-সিয়ামরাও ‘আনকাট’ বরবাদ চাইছেন! | চ্যানেল আই অনলাইন

ঈদের বাকি আর মাত্র দিন ছয়েক! অথচ মুক্তি প্রতীক্ষিত ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খান অভিনীত সবচেয়ে আলোচিত ছবি ‘বরবাদ’ এখনো মুক্তি নিশ্চিত করতে পারেনি। সোমবার (২৪ মার্চ) সিনেমাটি প্রদর্শনীর জন্য চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়ে। সিনেমাটির বেশ কিছু দৃশ্য ও সংলাপে ‘আপত্তি’ জানিয়ে বেশ কিছু সংশোধনী দিয়েছে বোর্ড। দেওয়া হয়েছে কিছু পর্যবেক্ষণ!

এমন খবরে শাকিব ভক্তরা সংশোধনী নিয়ে পাল্টা ‘আপত্তি’ জানান। তারা দাবি তুলেন ‘বরবাদ’ আনকাট মুক্তি দিতে হবে। শুধু ভার্চুয়াল মাধ্যমে নয়, এমন দাবি নিয়ে তারা মঙ্গলবার সকালে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সামনে মানববন্ধনও করেন।

এক দফা এক দাবি জানান শাকিবিয়ানরা। যেকোনো মূল্যে কাটছাঁট ছাড়া ‘বরবাদ’ দেখার জোর দাবি তুলে স্লোগানও দেন। শাকিবিয়ানদের মতো ‘আনকাট’ বরবাদ দেখতে চান শোবিজ তারকারাও।

শুধু তাই নয়, ‘বরবাদ’ ছাড়াও যে ৪টি সিনেমা আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে, সেই ছবি সংশ্লিষ্টরাও আনকাট ‘বরবাদ’ দেখতে সমাজমাধ্যমে নিজেদের অভিমত জানাচ্ছেন!

‘বরবাদ’-এর পরেই ঈদের ছবি হিসেবে আলোচনায় আছে দাগি ও জংলি। এই দুই ছবির তারকা নিশো ও সিয়ামও আনকাট ‘বরবাদ’ দেখার প্রচারণায় সামিল হলেন। এদিন নিশো স্টার ফেসবুক স্টোরিরে লিখেন,“সকল বাধা পেরিয়ে বরবাদ আসুক সামনে। আশা রাখি মন ও মননে। শুভ কামনায় আমি দাগি। ‘বরবাদ’-কে বন্দি না করে মুক্তি দিন।”

‘জংলি’ ছবির নায়ক সিয়াম ফেসবুকে হ্যাশট্যাটে আনকাট বরবাদ লিখে বলেন,“দর্শক কী দেখবে আর কী দেখবে না এই সিদ্ধান্ত প্লিজ দর্শককেই নিতে দিন।”

শুধু নিশো, সিয়াম নয়- ‘বরবাদ’ এর আনকাট মুক্তির দাবিতে ঈদের মুক্তির মিছিলে থাকা ‘জ্বীন ৩’ এর প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া থেকে বলা হয়েছে,“জাজ চায় সব সিনেমা ঈদে আসুক। একটা সিনেমা আটকে থাকার কী কষ্ট, সেটা জাজ এর চেয়ে বেশী কেউ জানে না। ঈদে যদি বড় সিনেমাগুলো না আসতে পারে, সেটা আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির জন‍্য খুব খারাপ। আশা করি সার্টিফিকেশন বোর্ড এই বিষয়টি সুদৃষ্টিতে দেখবেন।”

ঈদে মুক্তি পাচ্ছে আরেক ছবি ‘চক্কর ৩০২’। ‘বরবাদ’-এর মুক্তি চেয়ে এই ছবির নির্মাতা শরাফ আহমেদ জীবন লিখেন,“একটি শক্তিশালী ও স্বাধীন চলচ্চিত্র শিল্প দেশের সংস্কৃতি ও বিনোদন জগতকে সমৃদ্ধ করে। কিন্তু চলচ্চিত্র শিল্পের সৃজনশীলতা ও মুক্ত চিন্তার উপর যদি বারবার বাধা আসে, তাহলে চলচ্চিত্র শিল্পের অগ্রগতি বাধাগ্রস্ত হয়। বরবাদ এর সার্টিফিকেশন নিয়ে চলমান জটিলতায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি! বরবাদ টিম এর পাশে আছি। কথা একটাই হবে, এই ঈদে ‘বরবাদ’ চাই।”

শুধু ঈদের ছবি সংশ্লিষ্টরাই ‘বরবাদ’ এর পাশে দাঁড়াননি, এর বাইরে আনকাট ‘বরবাদ’ দেখতে কথা বলেছেন রায়হান রাফী, কাজল আরেফিন অমি, সংগীতশিল্পী প্রীতম হাসান, কোনাল, কনা, বুবলী, পূজা চেরী, ইমরান মাহমুদুলসহ বহু জনপ্রিয় মুখ।

Scroll to Top