নিশোর সঙ্গে ফেরা নিয়ে যা বললেন তমা মির্জা

নিশোর সঙ্গে ফেরা নিয়ে যা বললেন তমা মির্জা

দেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর বড়পর্দায় কামব্যাক নিয়ে সম্প্রতি বেশ আলোচনা শোনা যাচ্ছে শোবিজে। এরইমধ্যে জানা গেছে, এই অভিনেতা তার অভিষেক সিনেমা ‘সুড়ঙ্গ’র প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আইয়ের নতুন দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। তারমধ্যে একটি জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীনের ‘দাগী’। 

তবে এই সিনেমার নায়িকা কে হবেন তা জানা যাচ্ছিলো না। আজ কয়েকটি গণমাধ্যমে খবর বের হয়, ‘দাগী’র মাধ্যমে আবারও জুটি হয়ে ফিরবেন ‘সুড়ঙ্গ’ ছবির নায়ক-নায়িকা আফরান নিশো আর তমা মির্জা।

বিজ্ঞাপন

বিষয়টির সতত্য যাচাই করতে তমার সঙ্গে যোগোযোগ করা হলে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী বার্তা২৪.কমকে বলেন, ‘এই সিনেমাটিতে আমার যুক্ত হওয়া নিয়ে এখনই কথা বলার সুযোগ নেই। কারণ এখনো সবকিছু চূড়ান্ত হয়নি। সব ঠিকঠাক হলে তারপর প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই সবাইকে জানানো হবে।’

তমা মির্জা । ছবি: ফেসবুক



তমা মির্জা আপাতত বিষয়টি নিয়ে পুরোটা খুলে না বললেও তার কথায় মনে হয়েছে তিনি খবরটি এখনই জানাতে চান না। তাকেই হয়তো এই ছবিতে দেখা যাবে, তবে ঘোষণা আসার জন্য অপেক্ষা করতে হবে ভক্তদের।

আফরান নিশো ও তমা মির্জা একসঙ্গে জুটি বেধে প্রথমবার কাজ করেছিলেন ২০২৩ সালে জনপ্রিয় নির্মাতা রায়হান রাফীর সুপারহিট সিনেমা ‘সুড়ঙ্গ’তে। এরপর দু’জনই লম্বা সময়ের বিরতি নিয়েছেন সিনেমা থেকে।

তমা মির্জা ও আফরান নিশো



সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। ‘দাগী’তে নিশোর নায়িকা হচ্ছেন তমা মির্জা। খুব দ্রুতই আসছে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা। ডিসেম্বরে শুটিং শুরু পরিকল্পনা রয়েছে।

জানা গেছে, চাঁদপুরের মদনা গ্রামের ছিঁচকে চোর রসু খাঁ ভালোবাসায় পরাস্ত হয়ে এক সময় সিরিয়াল কিলারে পরিণত হয়। সেই গল্প নিয়ে ‘দাগী’ সিনেমার গল্প। যে গল্পে আগে নিশোকে নিয়ে ওয়েব সিরিজ নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছিলেন নির্মাতা শিহাব শাহীন। সেটাই এখন বড় পর্দায় আসতে চলেছে।

‘সুড়ঙ্গ’ সিনেমায় আফরান নিশো ও তমা মির্জা



প্রায় দেড় যুগের ছোটপর্দার সফল ক্যারিয়ার পেরিয়ে গত বছর ঈদুল ফিতরে ‘সুড়ঙ্গ’ এর মাধ্যমে বড় পর্দায় অভিষিক্ত হন আফরান নিশো। 

Scroll to Top