নির্যাতন করার শক্তিকে সাংবিধানিক ক্ষমতা মনে করত আওয়ামী লীগ: আইন উপদেষ্টা

নির্যাতন করার শক্তিকে সাংবিধানিক ক্ষমতা মনে করত আওয়ামী লীগ: আইন উপদেষ্টা

সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আওয়ামী লীগ যা ইচ্ছা তাই করেছে, এমন মন্তব্য করে আসিফ নজরুল বলেন, আওয়ামী লীগের রাজনীতি ছিল সব সময় জিয়াউর রহমানকে গালাগালি করা এবং শেখ মুজিবুর রহমানকে পৃথিবীর সকল কিছুর ঊর্ধ্বে নিয়ে যাওয়া। কিন্তু সংবিধান সংশোধনের সময় শেখ হাসিনা অনেক ক্ষেত্রে শেখ মুজিবকে বাদ দিয়ে জিয়াউর রহমানকে বেছে নিয়েছিলেন।

উদাহরণ দিয়ে আইন উপদেষ্টা বলেন, বাহাত্তরের সংবিধানে অবসরোত্তর বিচারকদের সরকারি চাকরিতে যোগদানের বিধান ছিল না, সেটি প্রবর্তন করেছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলও তাঁর প্রবর্তিত একটি প্রতিষ্ঠান। শেখ হাসিনা যদিও প্রকাশ্যে জিয়াউর রহমানের সমালোচনা করতেন, তবু অসংখ্য বিষয়ে বঙ্গবন্ধুর পরিবর্তে তাঁকে অনুসরণ করেছিলেন।

আসিফ নজরুল বলেন, জনগণের ইচ্ছা নয়, বরং জনগণকে নির্যাতন করার শক্তিকেই তারা সাংবিধানিক ক্ষমতা মনে করত। জনগণের ইচ্ছার কোনো গুরুত্ব তাদের কাছে ছিল না।

পঞ্চদশ সংশোধনীকে ভয়াবহ আখ্যা দিয়ে আইন উপদেষ্টা বলেন, ‘মাঝে মাঝে আমার মনে হতো, এমন এক সাংবিধানিক সংশোধনী আওয়ামী লীগের লোকজন কি এতটাই বোকা হয়ে করেছে, নাকি উদ্ধত হয়ে? আমার মনে হয় তারা উদ্ধতই ছিল। তারা ভেবেছিল, তাদের ক্ষমতা এতই অটল যে একটি নির্যাতন যন্ত্র চালু করলেই জনগণ মুখ খুলতে পারবে না।’

Scroll to Top