নির্বাচন বানচালের কোনো কথাই আ.লীগ মেনে নেবে না: রেলমন্ত্রী | বাংলাদেশ

নির্বাচন বানচালের কোনো কথাই আ.লীগ মেনে নেবে না: রেলমন্ত্রী | বাংলাদেশ

<![CDATA[

রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেছেন, নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে বিএনপির সঙ্গে সংলাপে বাধা নেই। তবে নির্বাচন বানচালের কোনো কথা গণতান্ত্রিক সরকার হিসেবে আওয়ামী লীগ কখনোই মেনে নেবে না।

শনিবার (১০জুন) দুপুরে পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পের নড়াইলের মধুমতী সাইড ক্যাম্পে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন রেলপথমন্ত্রী।

এ সময় রেলমন্ত্রী আরও বলেন, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল মেহনতি মানুষের মুখে হাসি ফোটানো, একটি অত্মনির্ভরশীল জাতি হিসেবে বাঙালী জাতিকে বিশ্ব দরবারে সুপ্রতিষ্ঠিত করা, সেই স্বপ্ন পূরণের লক্ষ্যেই আমারা বহু ত্যাগের বিনিময়ে এদেশ স্বাধীন করেছি। এখন বঙ্গবন্ধুর অবর্তমানে তার কন্যা শেখ হাসিনা তার সেই সব নীতি আদর্শকে অনুসরণ করেই সোনার দেশ গড়ার লক্ষ্যে কাজ করে চলেছেন।

আরও পড়ুন: আগামী জুনেই ভাঙ্গা-যশোর রেললাইন চালু: রেলমন্ত্রী

রেলমন্ত্রী আরও বলেন, আগামী সেপ্টেম্বরের মধ্যে পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পের প্রথম ধাপ অর্থাৎ ঢাকা-মাওয়া অংশে রেল চলাচল শুরু হবে। আগামী বছরের জুন মাসের মধ্যে এ প্রকল্পের মোট বাস্তবায়ন কাজ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

এ সময় সেখানে সেনা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও রেল বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
 

]]>

Scroll to Top