কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না চীন। বাংলাদেশের নির্বাচন কীভাবে হবে তা জনগণ ঠিক করবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
বুধবার (২৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে নৌ প্রতিমন্ত্রীর সাথে বৈঠক শেষে এ কথা জানান চীনা রাষ্ট্রদূত। তিনি বলেন, চীন কখনও কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। আর, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।
এ সময় নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, চীন বাংলাদেশের উন্নয়নে চলমান কার্যক্রম অব্যাহত রাখবে। এছাড়া, মেরিটাইম খাতে বাংলাদেশ চাইলে চীন আরও বিনিয়োগ করবে বলে জানান তিনি। এ সময় নৌ প্রতিমন্ত্রী বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। অর্থনৈতিক সংকটে চায়নার বিনিয়োগ কমে গেছে। কিন্তু দেশে চীনের বিনিয়োগে প্রকল্পের কাজ চলমান থাকবে বলেও জানান প্রতিমন্ত্রী।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আগামী নির্বাচনের ব্যাপারেও তাদের ভূমিকাটা খুবই পরিষ্কার। আমরা চাই বাংলাদেশের জনগণই নির্ধারণ করবে যে, দেশ পরিচালনা কারা করবে। বর্তমান সরকারপ্রধান শেখ হাসিনাও সেটা চান।
আরও পড়ুন: বিদেশিদের কাছে পাত্তা না পেয়ে হতাশ বিএনপি: তথ্যমন্ত্রী
/এম ই