ব্রাজিল ফুটবলের সভাপতি হয়ে দেশটির ফুটবলের আমূল পরিবর্তন আনতে চেয়েছিলেন রোনাল্ডো নাজারিও। সেই লক্ষ্যেই ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) নির্বাচনে লড়তে চেয়েছিলেন এই কিংবদন্তি। তবে হঠাৎই নিজের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন সেলেসাওদের সাবেক ফুটবলার।
দুইবারের ব্যালন ডি’অরজয়ী রোনাল্ডো সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘যেহেতু জনসম্মুখে সিবিএফের আগামী নির্বাচনে সভাপতি পদে লড়ার ঘোষণা দিয়েছিলাম। এখন আমি আনুষ্ঠানিকভাবে সেই সিদ্ধান্ত থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা রাখেন, এমন বেশির ভাগ মানুষ মনে করেন যে (ব্রাজিলের) ফুটবল ভালো মানুষদের হাতেই আছে।’
গত ডিসেম্বরে ৪৮ বর্ষী বলেছিলেন, খেলাটি তার দেশে যে গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, সেটার মোকাবিলায় সিবিএফের দায়িত্ব নিতে চান তিনি।
ইউরোপের গণমাধ্যমগুলোর দাবি, ব্রাজিলের বিভিন্ন রাজ্যের প্রতিনিধিত্বকারী ২৭টি আঞ্চলিক ফেডারেশনের মধ্যে ২৩টিই রোনাল্ডোর প্রস্তাব শুনতে অস্বীকৃতি জানিয়েছে। এর পরিবর্তে ফেডারেশনগুলো জানিয়েছে, তারা আগামী নির্বাচনে বর্তমান সভাপতি এদনালদো রদ্রিগেজকে সমর্থন দেবে।