নির্বাচনে হেরে যাবার ভয়ে মিথ্যাচার করছে বিএনপি: ওবায়দুল কাদের

নির্বাচনে হেরে যাবার ভয়ে মিথ্যাচার করছে বিএনপি: ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফাইল ছবি।

ভোটের রাজনীতিতে হেরে যাবার ভয়ে বিএনপি দেশের উন্নয়ন নিয়ে মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (৯ অক্টোবর) দুপুরে বাসভবনে এক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি। বলেন, ক্ষমতা থেকে কাউকে সরিয়ে দিতে হবে না। জনগণই নির্বাচনের মাধ্যমে ঠিক করবে ক্ষতায় কে থাকবে। ক্ষমতার পরিবর্তন চাইলে বিএনপিকে নির্বাচন প্রতিরোধ ও প্রতিহতের ঘোষণা না দিয়ে প্রস্তুতি নেয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, প্রধানমন্ত্রীর এতসব উন্নয়ন ও অর্জনে দেশের ক্ষতি হয়নি; ক্ষতি হয়েছে বিএনপির। সরকারের এই উন্নয়ন ও অর্জনে বাংলাদেশের মর্যাদা এবং বঙ্গবন্ধু কন্যার জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। যা বিএনপির রাজনীতিতে সংকটের কালো ছায়া ফেলেছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

/এমএন

Scroll to Top