বাংলাদেশে আন্তর্জাতিকমানের নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে একথা জানিয়েছেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। আর সিইসি বলেছেন, একটি অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন করতে ইসি প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনী এজেন্টসহ সবাই যেন নির্বিঘেœ দায়িত্ব পালন করতে পারেন, সেটি নিশ্চিত করা হবে বলেও জানান সিইসি।