নিয়োগ হবে আরও ২০০০ চিকিৎসক, বন্ধ হবে কিছু মেডিকেল কলেজ

নিয়োগ হবে আরও ২০০০ চিকিৎসক, বন্ধ হবে কিছু মেডিকেল কলেজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বিশেষ বিসিএস পরীক্ষার মাধ্যমে আরও ২ হাজার চিকিৎসক নিয়োগ দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। মানহীন কিছু মেডিকেল কলেজ বন্ধ হবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার ১৩ মার্চ ড. আনিসুজ্জামান বলেন, চিকিৎসকদের সরকারি চাকরিতে যোগদানের বয়স বাড়িয়ে ৩৪ বছর করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনুরোধ পাঠানো হয়েছে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, মানহীন মেডিকেল কলেজ বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত হয়েছে, চলমান শিক্ষার্থী শেষ হলে আর শিক্ষার্থী ভর্তি হতে পারবে না সেই মেডিকেল কলেজগুলোতে। বেসরকারি চিকিৎসক ও বেসরকারি হাসপাতালে অন্যদের জন্য সর্বনিম্ন বেতন ঘোষণা করা হবে। অংশীজনদের সাথে আলোচনা করে এবিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি আরও বলেন, স্বাস্থ্য সুরক্ষা আইন দ্রুত প্রণয়ন করা হবে। এবিষয়ে দুই-তিন সপ্তাহের মধ্যে আইনি প্রক্রিয়া শুরু হবে। ইর্ন্টানি চিকিৎসকদের ধৈর্য্য ধরার আহ্বান জানিয়ে কর্মসূচি প্রত্যাহার করার অনুরোধ জানিয়েছেন তিনি।

Scroll to Top