শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেছেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে কোনো অনিয়ম হয়নি। তিনি বলেন, তার পদত্যাগের কোনো ইচ্ছে নেই। তবে নিয়োগকর্তা চাইলে চলে যাবো।
বুধবার ২৩ জুলাই সচিবালয়ে তিনি বলেন, মাইলস্টোন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের সব দাবি দ্রুত সময়ের মধ্যে পর্যায়ক্রমে মেনে নেয়া হবে। বিমান প্রশিক্ষণের স্থান পরিবর্তনের বিষয়টিও ভেবে দেখা হচ্ছে বলে জানান উপদেষ্টা।
শিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষা সচিবকে সরকারের উচ্চপর্যায় থেকে অপসারণ করা হয়েছে। এবিষয়ে তিনি অবগত নন। এইচএসসি পরীক্ষার পরবর্তী তারিখগুলো পর্যায়ক্রমে জানিয়ে দেয়া হবে বলেও জানান শিক্ষা উপদেষ্টা।