নিজের হাতের চার আঙুল কেটে বাদ দিলেন সুরাতের যুবক! কারণ শুনে হতভম্ব পুলিশ

নিজের হাতের চার আঙুল কেটে বাদ দিলেন সুরাতের যুবক! কারণ শুনে হতভম্ব পুলিশ

নিজের হাতের চার আঙুল কেটে বাদ দিলেন সুরাতের যুবক! কারণ শুনে হতভম্ব পুলিশ

Last Updated:

প্রথমে তদন্তকারীরা ভেবেছিলেন, তন্ত্র সাধনার জন্যই হয় ওই যুবকের চারটি আঙুল কেটে নেওয়া হয়েছে৷

প্রতীকী ছবি৷

সুরাত: অচৈতন্য অবস্থায় বাঁ হাতের চার আঙুল কেটে নিয়েছে কেউ৷ যুবকের মুখে এমন কথা শুনে পুলিশ প্রথমে ভেবেছিল, তন্ত্রসাধনার জন্য হয়তো যুবকের আঙুল কেটে নিয়েছে কেউ৷ কিন্তু তদন্তে নেমে পুলিশ জানতে পারল, ওই যুবক নিজেই নিজের আঙুল কেটেছেন৷

পুলিশের অবশ্য অবাক হওয়ার আরও বাকি ছিল৷ যুবকের মুখে নিজের আঙুল কাটার কারণ শুনে কার্যত হতভম্ব হয়ে যান গুজরাত পুলিশের আধিকারিকরাও৷ কারণ ওই যুবক জানান, নিজের আত্মীয়ের সংস্থায় কম্পিউটার অপারেটর হিসেবে আর কাজ করতে চান না বলেই এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি৷

আরও পড়ুন: ফেসবুক বন্ধুর সঙ্গে প্রেম, শারীরিক সম্পর্ক! চার ঘণ্টায় কেষ্টপুরে গৃহবধূ খুনের কিনারা করল পুলিশ

চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে গুজরাতের সুরাতে৷ ৩২ বছর বয়সি যে যুবক এই কাণ্ড ঘটিয়েছেন, তাঁর নাম ময়ূর তারাপারা৷ সুরাতেরই ভারাচা মিনি বাজার এলাকায় নিজের এক আত্মীয়ের সংস্থাতেই কম্পিউটার অপারেটর হিসেবেরক্ষার কাজ করতেন অনুভব৷ কিন্তু সেই কাজ তিনি আর করতে চাইছিলেন না৷ যদিও নিজের ওই আত্মীয়কে এ কথা বলার সাহস পাননি ওই যুবক৷ এর পরেই নিজের হাতের আঙুল কাটার ফন্দি আঁটেন ওই যুবক৷ যাতে কোনওভাবেই তাঁকে দিয়ে কম্পিউটার অপারেটরের কাজ করানো না যায়৷

পুলিশকে অনুভব জানান, গত ৮ ডিসেম্বর বাড়ি থেকে মোটরসাইকেলে বন্ধুর বাড়ি যাওয়ার সময় আচমকাই মাঝরাস্তায় মাথা ঘুরিয়ে পড়ে যান তিনি৷ হুঁশ ফেরার পর তিনি দেখেন, তাঁর বাঁ হাতের চারটি আঙুল নেই৷ যুবকের মুখে এমন চাঞ্চল্যকর অভিযোগ শুনে জোরদার তদন্ত শুরু করে পুলিশ৷ ঘটনার গুরুত্ব বুঝেই তদন্তের দায়িত্ব দেওয়া হয় সুরাত পুলিশের ক্রাইম ব্রাঞ্চকে৷

প্রথমে তদন্তকারীরা ভেবেছিলেন, তন্ত্র সাধনার জন্যই হয় ওই যুবকের চারটি আঙুল কেটে নেওয়া হয়েছে৷ কিন্তু সিসিটিভি ফুটেজ, পারিপার্শ্বিক তথ্য প্রমাণ এবং সোর্স কাজে লাগিয়ে তদন্তকারীরা বুঝতে পারেন, ওই যুবক নিজেই এই ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছে৷ পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে ওই যুবক স্বীকার করে নেন, প্রথমে একটি ধারালো ছুরি কেনেন তিনি৷ এর চার দিন পর আমরোলি রিং রোড এলাকায় গিয়ে নিজের মোটরসাইকেল থেকে নামেন ওই যুবক৷ এর পর ছুরি দিয়ে নিজের বাঁ হাতের চার আঙুল কেটে বাদ দেন তিনি৷ ছুরি এবং চারটি আঙুল ব্যাগে ভরে ফেলেও দেন ওই যুবক৷ এর পর রক্তপাত বন্ধ করতে নিজের কনুইয়ের কাছে দড়ির বাঁধন দেন ওই যুবক৷ পরে ওই যুবকের বন্ধুরাই তাঁকে হাসপাতালে ভর্তি করান৷

পুলিশ জানিয়েছে, একটি ব্যাগ থেকে যুবকের তিনটি আঙুল এবং অন্য একটি ব্যাগ থেকে ছুরিটি উদ্ধার করা হয়েছে৷ যুবককে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য পেতে চাইছে পুলিশ৷

বাংলা খবর/ খবর/দেশ/

নিজের হাতের চার আঙুল কেটে বাদ দিলেন সুরাতের যুবক! কারণ শুনে হতভম্ব পুলিশ

Scroll to Top