নিজের আগ্রহে কাজ শুরু করি

নিজের আগ্রহে কাজ শুরু করি

সুস্মি রহমান : আমি ‘বিনোদন বিচিত্রা ফটোসুন্দরী’ প্রতিযোগিতায় ছিলাম। এরপর মডেলিং আর টিভি নাটকে কাজ করি। তবে সিনেমায় শুরু ২০১৮ সালে। ‘আসমানী’ নামের সেই ছবিটা ওই বছরই মুক্তি পায়। পরের বছরেই দায়মুক্তি সিনেমায় কাজ করি। এই ছবির শুটিংয়ের পর হঠাৎ মুটিয়ে যাই। তারপর ওজন কমানোর মিশনে নামি। ফিটনেস ফিরে পেতে কয়েক বছর সময় লেগে যায়। সম্প্রতি শেষ করলাম ‘ময়নার চর’ নামে নতুন একটি ছবির, এতে আমার সহশিল্পী (মামনুন হাসান) ইমন ভাই।

সুস্মি রহমান
ছবি : নায়িকার সৌজন্যে

প্রথম আলো :

আপনার অভিনয়ের শুরু কীভাবে?

সুস্মি রহমান : আমার পরিবারে কেউ বিনোদন অঙ্গনে কাজ করেনি। নিজের আগ্রহে কাজ শুরু করি। শুরুতে পরিবার বাধা দিয়েছিল। যখন আমার কাজ দেখা শুরু করল, তখনই আমার কনফিডেন্সে পরিবারের সবাইও আস্থা খুঁজে পেল। তা ছাড়া আমি এমন কোনো কাজ করি না, যার কারণে পরিবার কিংবা আমাকে সমালোচিত হতে হবে। তাই একটা পর্যায়ে বলল, বুঝেশুনে কাজ করো। নাটক খুব বেশি করিনি। একদম শুরুর দিকে সজল ভাইয়ার বিপরীতে ‘মুঠোফোন’ নামের একটা কাজ করেছিলাম, যা আমার ভীষণ পছন্দের। পরে ‘মেঘবালিকা’ নামের একটি সিরিয়ালের কাজ করেছিলাম। এটিও প্রিয় তালিকায় আছে।

Scroll to Top