নিজেদের ভাল থাকার স্বার্থেই দেশব্যাপী গাছ লাগানো অব্যাহত রাখার তাগিদ দিয়েছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান, প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। দেশব্যাপী সবচেয়ে বেশি বৃক্ষরোপণ করা প্রকৃতি ও জীবন ক্লাবকে পুরস্কৃত করে তিনি বলেন, বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু অভিঘাত মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। প্রকৃতি ও জীবন ক্লাবের সম্মেলনে যোগ দিয়ে ব্যাপক সবুজায়ন ও সমন্বিত উদ্যোগে গুরুত্বারোপ করেন বিশিষ্টজনরা।