নিজাম হাজারীর স্ত্রীর ফ্ল্যাট ভবন জমি জব্দের আদেশ – DesheBideshe

নিজাম হাজারীর স্ত্রীর ফ্ল্যাট ভবন জমি জব্দের আদেশ – DesheBideshe


নিজাম হাজারীর স্ত্রীর ফ্ল্যাট ভবন জমি জব্দের আদেশ – DesheBideshe

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি – ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর স্ত্রী নুরজাহান বেগমের নামে ৮টি ফ্ল্যাট, একটি পিস্তল, ৪ তলার একটি ভবন, কয়েক একর জমি, কোম্পানির শেয়ারসহ ৩০টি ব্যাংকের হিসাব জব্দ ও অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন এ আদেশ দেন। আদালতে দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নুরজাহান বেগমের জব্দ ৮টি ফ্ল্যাট হলো- চট্টগ্রামের গ্রিন লিফ এ রাউট টাওয়ারে একটি ফ্ল্যাট, ঢাকার রমনায় একটি ফ্ল্যাট, মোহাম্মদপুরে একটি ফ্ল্যাট, পল্টনে একটি ফ্ল্যাট, গুলশান-২ এ দুটি ফ্ল্যাট, চট্টগ্রামে কাল ফার সারুজে একটি ফ্ল্যাট। গুলশানে রাকধানী উন্নয়ন করপোরেশন থেকে বরাদ্দকৃত প্লটের ওপর নির্মিত একটি ফ্ল্যাট, যার যৌথ মালিকানা নিজাম হাজারী ও তার স্ত্রী নুরজাহান। এ ছাড়া মোহাম্মদপুরের ৩৩নং ওয়ার্ডে নুরজাহান বেগমের নামে থাকা ৩ কোটি ৬৮ লাখ ৫০ হাজার টাকার ৪ কাঠা জমিতে ৪ তলা একটি ভবনও জব্দ করা হয়েছে।

অন্যদিকে নুরজাজান বেগমের নামে কয়েক একর জমি জব্দ করা হয়েছে। এরমধ্যে খাগড়াছড়ির রামগড়ে ১৫ একর জমি, মোহাম্মদপুরে ৩৩ শতাংশ নাল জমি, মোহাম্মদুরে আরেকটি দলিলে কেনা সাড়ে ১৬ শতক জমি, কেরানিগঞ্জে ৬০ শতাংশ বাগানবাড়ি, গাজিপুরের জয়দেবপুরে ১ একর ৯ শতক জমি। একই স্থানে পাশাপাশি আরেক দলিলে কেনা ১৬ দশমিক ৯৫ শতক জমি এবং একই স্থানে ১৩ দশমিক ১৫ শতক আরেকটি জমি জব্দ করা হয়েছে। এ ছাড়া নুরজাহান বেগমের নামে গাজীপুরের জয়দেবপুরে ২ কোটি টাকার স্টিল স্ট্রাকচার ফার্মও জব্দ করা হয়েছে।

অন্যদিকে নুরজাহান বেগমের নামে একটি পিস্তল (রাইফেল) জব্দ করা হয়েছে। এ ছাড়া স্নিগ্ধা ওয়াটার ট্রান্সপোর্ট লিমিটেডে ১৫ হাজার শেয়ার, স্নিগ্ধা ওভারসিস লিমিটেডের ৮০০ শেয়ার, স্নিগ্ধা ইকুইটিজ লিমিটেডে ২৫ হাজার শেয়ার, এনএন ফিশারিজ অ্যান্ড হ্যাচারির শেয়ার, ৮০ লাখ টাকার ব্যবসার মূলধন, স্নিগ্ধা ডিজাইন লিমিটেডে ৫ হাজার শেয়ার অবরুদ্ধ করা হয়েছে। এ ছাড়া ৩০ টা ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে।

দুদকের আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট নুরজাহান বেগম তার নিজ নামে অর্জিত বা তার স্বার্থসংশ্লিষ্ট স্থাবর সম্পদ অন্যত্র বিক্রি করে হস্তান্তর বা বেহাত করার প্রচেষ্টা করছেন। স্থানান্তর হয়ে গেলে অনুসন্ধানের সমূহ ক্ষতির সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায়, অনুসন্ধানটির সুষ্ঠু যাচাই কার্যক্রমের স্বার্থে নুরজাহানের নিজ নামে অর্জিত বা তার স্বার্থ সংশ্লিষ্ট স্থাবর সম্পত্তি ক্রোক ও অস্থাবর সম্পদসমূহ অবরুদ্ধ করা প্রয়োজন। আদালত আবেদনটি মঞ্জুর করেন।

সূত্র: কালবেলা
আইএ/ ১৭ ফেব্রুয়ারি ২০২৫

 



Scroll to Top