Last Updated:
এখানকার মানুষ এতটাই ধনী যে সারাজীবন কাজ না করেও কাটিয়ে দিতে পারেন৷

সুইৎজারল্যান্ড এবং অস্ট্রিয়ার মধ্যে লুকনো ছোট্ট একটি দেশ৷ যে দেশে না আছে নিজস্ব মুদ্রা, না নিজস্ব একটি বিমানবন্দর৷ শুধু আছে প্রকৃতির উজাড় করে দেওয়া সৌন্দর্য আর বড় বড় প্রাসাদ৷
অনেক কিছু না থাকলেও ছোট্ট এই দেশটিই বিশ্বের অন্যতম ধনী এবং নিরাপদ দেশ৷ দেশে অপরাধের সংখ্যা এতটাই কম যে মাত্র সাতজন জেলবন্দি রয়েছেন৷ লিখটেনস্টাইনের জনসংখ্যা ৩০ হাজারের মতো৷ বরফে ঢাকা আল্পস পর্বতমালার সামনে বড় বড় প্রাচীন রাজপ্রাসাদ দেখলে ঠিক যেন ছবির মতোই মনে হয়৷
অবাক করে দেওয়া ইউরোপের এই ছোট্ট দেশটির নাম লিখটেনস্টাইন৷ সম্প্রতি লিখটেনস্টাইন সম্পর্কে অবাক করে দেওয়া কিছু তথ্য সমৃদ্ধ একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে৷ সেই ভিডিও-র সঙ্গে লেখা হয়েছে, কখনও লিখটেনস্টাইনের কথা শুনেছেন? এই দেশের নিজস্ব কোনও বিমানবন্দর নেই৷ অন্য কোনও দেশ হয়ে আপনাকে এখানে আসতে হবে৷ নিজস্ব মুদ্রা না থাকায় এরা সুইশ ফ্রাঙ্ক ব্যবহার করে৷ নিজস্ব ভাষা নেই বলে জার্মান ভাষাকে ধার করেন এখানকার মানুষ৷ তা সত্ত্বেও এটি পৃথিবীর অন্যতম ধনী এবং নিরাপদ দেশ৷
অনেক কিছু না থাকলেও লিখটেনস্টাইন ইউরোপের সবথেকে ধনী দেশ৷ এখানকার মানুষ এতটাই ধনী যে সারাজীবন কাজ না করেও কাটিয়ে দিতে পারেন৷ লিখটেনস্টাইনের সম্পদের পরিমাণ ব্রিটেনের রাজার থেকেও বেশি৷ ফলে এ দেশের মানুষ কাজকর্ম না করে নিজেদের শখ আহ্লাদ পূরণ করতে পারেন৷ এ দেশে কর পরিমাণ খুবই সামান্য, ধারদেনাও নেই৷
এত বিত্তবান হলেও এ দেশের মানুষ নিজেদের ধন, সম্পদ নিয়ে বরাই করেন না৷ বরং এ দেশে অপরাধের সংখ্যা এতটাই কম যে গোটা দেশে মাত্র একশোজন মতো পুলিশ অফিসার রয়েছেন৷ এমন কি, মানুষ এতটাই নিশ্চিন্ত যে রাতে ঘরের দরজাতেও তালা দেন না৷
লিখটিনস্টাইনের নাম এর আগে অনেকে শুনলেও দেশটি সম্পর্কে এমন সব অবাক করে দেওয়া তথ্য অনেকেরই জানা ছিল না৷ সমাজমাধ্যমের এই ভাইরাল পোস্ট দেখে অনেকেই তাই লিখটেনস্টাইনকে স্বপ্নের দেশ বলে আখ্যা দিয়েছেন৷
Kolkata,West Bengal
July 27, 2025 2:45 PM IST