নিউজিল্যান্ড ম্যাচে যে ভুল শোধরাতে চান বাংলাদেশ কোচ | চ্যানেল আই অনলাইন

নিউজিল্যান্ড ম্যাচে যে ভুল শোধরাতে চান বাংলাদেশ কোচ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ওয়ানডেতে বাংলাদেশের সময়টা ভালো কাটছে না। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে হার। সবশেষ পাঁচ ওয়ানডেতে জয় নেই টিম টাইগার্সের। বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে টপঅর্ডারে রান না পাওয়া, দ্রুত উইকেট হারিয়ে ফেলা। ভারত ম্যাচে পাওয়ার প্লে-তে ৩৫ রানে ৫ উইকেট হারিয়েছিল। সেখান থেকে অবশ্য জাকের আলি অনিক ও তাওহীদ হৃদয় টেনে নেন। বল হাতে প্রথম দশ ওভারে উইকেট নিতে না পারাটাও কাটা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য। সেই ভুলগুলো কিউই ম্যাচে শোধরাতে চান বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স।

রাওয়ালপিন্ডিতে সোমবার ‘এ’ গ্রুপের লড়াইয়ে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টিম টাইগার্স। বাংলাদেশ সময় বিকেল তিনটায় গড়াবে মাঠের লড়াই। আগেরদিন অনুশীলনের আগে সংবাদ সম্মেলনে আসেন কোচ ফিল সিমন্স। জানান বোলিং-ব্যাটিংয়ে প্রথম দশ ওভারের ব্যর্থতা থেকে বের হয়ে আসার কথা।

‘যেমন বলেছি, প্রথম কয়েকটি খেলায়, ব্যাটিংয়ে আমরা প্রথম ১০ ওভারে ম্যাচ থেকে ছিটকে গেছি, বোলিংয়েও একই অবস্থা। এই বিষয়টা নিশ্চিত করতে হবে যে সেখানে ভালো করবো। তারপর দেখা যাবে ম্যাচের ফলাফল কী হয়।’

টপঅর্ডার রান না পেলেও মিডলঅর্ডার ও লোয়ারঅর্ডার ব্যাটাররা বাংলাদেশকে টেনে নিচ্ছেন। ধারাবাহিকভাবে টপঅর্ডারদের ব্যর্থতার পরও অবশ্য চিন্তিত নন বাংলাদেশ কোচ।

বলেছেন, ‘আমি তাদের ফর্ম নিয়ে চিন্তিত নই। মনে করি, আমাদের প্রথম দশ ওভারে ব্যাটিং মূল্যায়ন করা উচিত এবং আমাদের আগের চেয়ে কিছুটা ভালোভাবে করা উচিত। মিডল অর্ডার ও লোয়ার অর্ডার সত্যিই ভালো করেছে। তাই, টপঅর্ডার ব্যাটার হিসেবে আমাদের সবকিছু একসাথে করা উচিত। প্রথম ১০ ওভারে, বিশেষ করে ১৫ ওভার।

নিউজিল্যান্ডের বিপক্ষে অনেক সুখস্মৃতি রয়েছে বাংলাদেশের। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তাদেরকে হারিয়েছিল টিম টাইগার্স। চলতি আসরে ‘এ’ গ্রুপের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে দুদল। সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে আছে নিউজিল্যান্ড, সবশেষ পাঁচ ওয়ানডেতে চারটিতে জিতেছে, হেরেছে একটিতে। বাংলাদেশের চেয়ে এগিয়েই থাকছে তারা। বিষয়টিকে আলাদাভাবে চাপ মনে করছেন না ফিল সিমন্স। তার মতে আসরের প্রতিটি ম্যাচই চাপের।

‘এই টুর্নামেন্টের সব খেলাই চাপের খেলা। এখানে বিশ্বের শীর্ষ আট দল এসেছে, এখানে প্রতিটি খেলাই কঠিন হবে। হ্যাঁ, নিউজিল্যান্ড ভালো খেলছে কিন্তু আগামীকাল একটি নতুন দিন, তাই আমরা চেষ্টা করব এবং নিশ্চিত করব যে তারা আগের মতো ভালো না খেলুক।’

Scroll to Top