এই খবরটি পডকাস্টে শুনুনঃ
দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশকে দেড়শ’র কিছু বেশি রানে থামিয়ে ভালো শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে নাহিদ রানা-তাইজুলদের নিয়ন্ত্রিত বোলিংয়ে স্বাগতিকদেরও বেশি রান করতে দেয়নি টিম টাইগার্স। ১৪৬ রানে ক্রেইগ ব্র্যাথওয়েটদের থামিয়ে ১৮ রানের লিড পেয়েছে মেহেদী হাসান মিরাজের দল। প্রথমবার ৫ উইকেটের দেখা পেয়েছেন ডানহাতি পেসার নাহিদ রানা।
নাহিদ রানার সাথে দুর্দান্ত বল করেছেন স্পিনার তাইজুল ইসলাম। তাসকিন আহমেদের সাথে যোগ দিয়ে হাসান মাহমুদ শেষদিকে ওয়েস্ট ইন্ডিজের উইকেটগুলো দ্রুত তুলে নিয়েছেন। রানার ৫ উইকেটের পথে হাসান নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন তাসকিন, মিরাজ ও তাইজুল।
আগেরদিন ৭০ রানে শেষ করা ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় দিন সকালে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি। রানার গতিতে পরাস্ত হয়, দ্রুত ২ উইকেট তুলে নেন টাইগার পেসার। সাথে তাসকিন, তাইজুল ও হাসানের তাণ্ডবে প্রথম সেশনেই ৭ উইকেট হারায় স্বাগতিকরা। মধ্যাহ্ন বিরতির পর দ্রুত আরও দুই উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।
সর্বোচ্চ ৪০ রান এসেছে কেসি কার্টির থেকে, ৩৯ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক ব্র্যাথওয়েট। মিকাইলে লুইস ১২ রান করলেও অন্যকোনো ব্যাটার দুঅঙ্ক ছুঁতে পারেনি। এতে প্রথম ইনিংসে ১৪৬ রানে থামে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ রক্ষার ম্যাচে প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশও। বাঁহাতি ওপেনার সাদমান ইসলামের সর্বোচ্চ ৬৪ রানের পর ৩৬ রান আসে মিরাজের থেকে। ১৬৪ রানে বাংলাদেশকে থামাতে ৪৬ বছর পর নতুন রেকর্ড গড়েছিলেন ডানহাতি ক্যারিবীয় পেসার জাডেন সিলস।

জ্যামাইকার স্যাবিনা পার্কে শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টসে জিতেছিলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ওপেনার জাকির হাসানের পরিবর্তনে একাদশে আসেন সাদমান ইসলাম। পেসার শরিফুল ইসলামকে বিশ্রাম দিয়ে নাহিদ রানাকে সুযোগ দেয়া হয়।